ইংল্যান্ডের বিরুদ্ধে নামার আগে অস্বস্তিতে কোহলিরা! টানা ৫ ম্যাচে জয়ের পর তাড়া করছে হারের আতঙ্ক

বাংলা হান্ট নিউজ ডেস্কঃ ভারতীয় দল (Indian Cricket Team) এই মুহূর্তে কয়েকদিনের বিশ্রাম পেয়েছে। দুর্দান্ত ফর্মে থাকা নিউজিল্যান্ডকে হারানোর পরে তারা আপাতত লখনৌ পৌঁছে নিজেদের প্রস্তুতি ছাড়ছেন ইংল্যান্ড ম্যাচের জন্য। গোড়ালের মারাত্মক চোটের কারণে সেই ম্যাচে ছিলেন না হার্দিক পান্ডিয়া (Hardik Pandya)। তিনি ভারতের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ ক্রিকেটার হলেও তাকে ছাড়াই নিউজিল্যান্ডের বিরুদ্ধে জয় পেয়েছিলেন রোহিত শর্মারা (Rohit Sharma)। কিন্তু বিশ্বকাপের (2023 ODI World Cup) পরবর্তী পর্যায়ে তাকে নিয়ে এলো একটি দুঃসংবাদ।

কিন্তু এবার তার চোট নিয়ে এলো মারাত্মক আপডেট। জানা গিয়েছিল যে ইংল্যান্ড ম্যাচে তিনি মাঠে থাকবেন না। তবে তাকে ছাড়াই নিউজিল্যান্ডের বিরুদ্ধে জয় পেয়ে ভারতীয় দল আত্মবিশ্বাসী রয়েছে। কিন্তু এটাও ঠিক যে বিশ্বকাপ জয়ের জন্য কোন না কোন সময় গিয়ে রোহিত শর্মার প্রয়োজন পড়বেই এই পেসার অলরাউন্ডারকে।

কিন্তু তাকে নিয়ে সাম্প্রতিক যে আপডেট এসেছে তা অত্যন্ত ভয়ংকর। জানা গিয়েছে হার্দিকের গোড়ালির লিগামেন্টে ‘গ্রেড এ’ মাপের টিয়ার ধরা পড়েছে। এবং এর জন্য শুধুমাত্র ইংল্যান্ড ম্যাচ নয়, এরপর শ্রীলঙ্কা এবং দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ম্যাচেও তিনি মাঠে নামতে পারবেন না। সবচেয়ে ভালো হয় যদি তাকে গোটা বিশ্বকাপে বিশ্রাম দেওয়া হয়।

hardik injury

তবে ভারতীয় দল তেমনটা করার ব্যাপারে আগ্রহী নয় বলেই জানা গিয়েছে। টুর্নামেন্টের শেষের দিকে প্রয়োজনে ব্যথার ইনজেকশন নিয়েও মাঠে নামবেন হার্দিক। আপাতত সূত্রমারফত পাওয়া খবর থেকে এটুকুই জানা গিয়েছে। বাংলাদেশ ম্যাচে নিজের বোলিংয়ে ফলো শুরুতে একটি বল পা দিয়ে আটকানোর চেষ্টা করতে গিয়ে তার গোড়ালি মচকে গিয়েছিল। তবে তখন ধারণা করা যায়নি যে তার চোট এতটা গুরুতর হতে পারে।

আরও পড়ুন: চাপে রোহিত ও কোহলি! বিশ্বকাপের মাঝেই তাদের অনেক পেছনে ফেললেন অবসর নিতে চলা এই তারকা

আপাতত ব্যাঙ্গালোরের জাতীয় ক্রিকেট অ্যাকাডেমিতে চিকিৎসকদের নজরে রয়েছেন তিনি। তিনি দলে না ফেরায় আশা করা যায় আপাতত সূর্যকুমার যাদব এবং মহম্মদ শামিকে দিয়েই কাজ চালাবেন রোহিত শর্মা। হার্দিক ফিরলেও শামির খেলার সম্ভাবনা প্রবল। ইংল্যান্ড ম্যাচ তাদের কাছে খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। সেই ম্যাচে জয় পেলে ভারতীয় দলের সেমিফাইনাল খেলাটা নিশ্চিত হয়ে যাবে।

 

Avatar
Reetabrata Deb

সম্পর্কিত খবর