“ধোনির পরামর্শেই আজ আমি এই জায়গায়”, নিজের প্রত্যাবর্তনের কৃতিত্ব ক্যাপ্টেন কুলকেই দিচ্ছেন হার্দিক

বাংলা হান্ট নিউজ ডেস্ক: দুর্দান্তভাবে সিরিজে প্রত্যাবর্তন করেছে ভারত। কাল রাজকোটের মাটিতে দক্ষিণ আফ্রিকাকে তারা হারিয়েছে ৮২ রানের ব্যবধানে। রাজকোটের উইকেটে একেবারেই ব্যাটিং বান্ধব ছিল না। ফলে ভারতের ১৬৯ রানের লক্ষ্য তাড়া করতে নেমে মাত্র ৮৭ রানে অলআউট হয়ে যায় দক্ষিণ আফ্রিকা। এই মুহূর্তে সিরিজ রয়েছে ২-২ অবস্থায়। সিরিজের শেষ ম্যাচেই সিরিজের ফলাফল নির্ধারিত হবে।

অবশ্য প্রথমে ব্যাট করতে নেমে বেকায়দায় পড়েছিল ভারতও। টপ অর্ডার পুরোপুরি ব্যর্থ হয়েছিল। কিন্তু সেই সময় ব্যাটিংয়ের হাল ধরেন হার্দিক পান্ডিয়া এবং দীনেশ কার্তিক। তাদের দুজনের মধ্যে হওয়া ৬৫ রানের পার্টনারশিপ ভারতকে ম্যাচে ফিরিয়ে আনে। ৪৬ রান করে আউট হন হার্দিক। মারকাটারি ৫৫ রানের ইনিংস খেলে ভারতের ইনিংস গতি প্রদান করেন দীনেশ কার্তিক। মূলত তাদের দুজনের ব্যাটিংয়ের জন্যেই ভারতের রান দেড়শোর গন্ডি অতিক্রম করতে পেরেছিল।

চোট কাটিয়ে প্রথমে আইপিএল এবং তারপর ভারতের জাতীয় দলের হয়েও দুর্দান্ত পারফরম্যান্স করে যাচ্ছেন হার্দিক পান্ডিয়া কালকের জয়ে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন তিনিও। কাল ম্যাচের পর দীনেশ কার্তিকের সঙ্গে কথা বলার সময় তিনি এর পুরো কৃতিত্ব দিয়েছেন মহেন্দ্র সিংহ ধোনি কে। হার্দিক জানিয়েছেন যে যখন তার সময়টা খুব একটা ভালো যাচ্ছিল না তখন তিনি ধোনির দেওয়া একটা উপদেশ স্মরণ করেছিলেন।

তার কেরিয়ারের শুরুর দিকে ধোনি একবার হার্দিককে পরামর্শ দিয়েছিলেন যে কখনো নিজের কথা ভেবে না খেলতে বরং সব সময় দলের কথা ভাবতে। হার্দিক পান্ডিয়া দীনেশ কার্তিকের সঙ্গে কথা বলার সময় জানিয়েছেন, “আমি উনাকে জিজ্ঞাসা করেছিলাম যে ভয়ঙ্কর চাপের মধ্যেও তিনি অত ঠান্ডা থাকেন কিভাবে! জবাবে তিনি বলেছিলেন কখনো নিজের কথা না ভেবে বরং দলকে কিভাবে সাহায্য করা যায় সেই কথা ভাবতে। সেই ফর্মুলা মেনেই আমি সাফল্য পেয়েছে আইপিএল হোক ভারতীয় দলের হয়ে।”

Avatar
Reetabrata Deb

সম্পর্কিত খবর