‘ভারতীয় দলকে আরও বেশি করে বিপদে ফেলবো’, মন্তব্য অধিনায়ক হার্দিক পান্ডিয়ার

   

বাংলা হান্ট নিউজ ডেস্ক: ভারতীয় দল (Team India) গতকাল জয় দিয়ে নতুন বছরে নিজেদের যাত্রা শুরু করেছে। শ্রীলঙ্কার (India vs Sri Lanka) বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে হাড্ডাহাড্ডি লড়াইয়ের পর দুই রানে জয় পেয়েছে ভারত। হার্দিক পান্ডিয়ার (Hardik Pandya) নেতৃত্বে তরুণ ভারতীয় ক্রিকেট দল কঠিন ও হিমশীতল মানসিকতা দেখিয়ে ম্যাচটি জিততে পেরেছে। সেই সঙ্গে হার্দিক নিজেও সামনে থেকে নেতৃত্ব দিয়েছেন দলকে।

কাল হার্দিক যখন ব্যাট করতে এসেছিলেন তখন ভারতীয় দল রীতিমতো বিপাকে পড়ে গিয়েছিল বেশ কয়েকটি উইকেট হারিয়ে। সেখান থেকেই ঈশান কিষানের (Ishan Kishan) সঙ্গে একটি অসাধারণ পার্টনারশিপ গড়ে ভারতকে ভদ্রস্থ একটি টার্গেট সেট করতে সাহায্য করেছিলেন তিনি। যদিও নিজে ভালো শুরু করলেও ব্যাট হাতে ২৯ রানের বেশি করতে পারেননি তিনি।

hardik's team india

এরপর বল হাতে নিজেই প্রথমদিকে বোলিং করেছেন। পাওয়ার প্লে-তে রীতিমতো চাপে রেখেছিলেন শ্রীলঙ্কার টপ অর্ডারকে। তার কৃপণ বোলিংয়ের জন্য মাভির বিরুদ্ধে আক্রমণ করতে গিয়ে উইকেট হারাচ্ছিল শ্রীলঙ্কা। গতকাল ভারতীয় টি-টোয়েন্টি দলে অভিষেক ঘটানো মাভি নিজের প্রথম ম্যাচেই ৪ ওভার হাত ঘুরিয়ে ৪ টি উইকেট নিয়েছেন।

তবে হার্দিক কাল নিজের বোলিং কোটা কমপ্লিট করতে পারেননি। ফিল্ডিং করতে গিয়ে একটি দুর্দান্ত ক্যাচ নেওয়ার সময় তিনি জখম হন এবং বেশ কিছুটা সময় তাকে মাঠের বাইরে থাকতে হয়েছিল শেষের দিকে। তবে শেষ ওভারে তিনি বোলিং না করলেও মাঠে ফিরে এসেছিলেন এবং দলকে মাঠ থেকেই নেতৃত্ব দিয়েছিলেন।

এরপর ম্যাচ জিতে মাঠের বাইরে এসে অভিনব একটি কথা বলে সকলের নজর আকর্ষিত করেছেন না অধিনায়ক হার্দিক। তিনি বলেছেন যে তিনি চান তার অধিনায়কদের দল আরো বেশি করে বিপদের মুখোমুখি হোক। কিন্তু কেন এমন অদ্ভুত চাহিদা হার্দিকের। এই চাহিদার ব্যাখ্যা দিতে গিয়ে হার্দিক জানিয়েছেন, “এই তরুণ ভারতীয় দলের মধ্যে এখনো অনভিজ্ঞতা রয়েছে আমি চাই তারা আরো বেশি করে কঠিন পরিস্থিতিতে পড়ুক। তাহলেই তারা ভবিষ্যতে বড় ম্যাচে কিভাবে স্নায়ুর চাপ সামলাতে হয় তা বুঝতে পারবে।”

Avatar
Reetabrata Deb

সম্পর্কিত খবর