T20 বিশ্বকাপে হার্দিক নয়, খেলবেন এই অলরাউন্ডার! পান্ডিয়ার বিকল্প খুঁজে পেল BCCI

বাংলা হান্ট ডেস্ক : IPL এর পারফরম্যান্স এর নির্ভর করছে ক্রিকেটারদের ভবিষ্যৎ। কাপ জয়ের লক্ষ্য তো রয়েইছে পাশাপাশি টি ২০ বিশ্বকাপে (T 20 World Cup) জায়গা পাওয়ার জন্যেও আইপিএল গুরুত্বপূর্ণ। কারণ রোহিত, কোহলিদের জায়গা পাকা হলেও বাকিদের স্থান এখনও টলমলে। আর তাই এপ্রিলের শেষে দল ঘোষণার পূর্বে প্রতিটি প্লেয়ারের উপর নজর রাখছে BCCI (Board Of Control For Cricket In India)। কারণ এখানে থেকেই বেছে নেওয়া হবে সেরার সেরাদের।

আইপিএল শেষ হওয়ার পরপরই শুরু হবে টি ২০ বিশ্বকাপ। ICC-র নির্দেশ অনুযায়ী, আগামী মে মাসের মধ্যেই চূড়ান্ত করে ফেলতে হবে ১৫ সদস্যের দল। টিম নির্বাচনের পর কোনও পরিবর্তন করতে চাইলে তার জন্য ৭ দিনের অতিরিক্ত সময় থাকবে বলে জানিয়েছে ICC। ফলত সকলেরই এখন নজর আসন্ন টুর্নামেন্টের প্রথম একাদশের দিকে। কে জায়গা পাবে আর কে পাবেনা তা নিয়ে চলছে বিস্তর জল্পনা। তার মাঝেই এল বড় খবর।

সূত্রের খবর, হার্দিক পান্ডিয়া (Hardik Pandya) এবার বাদ পড়তে পারেন টি২০ বিশ্বকাপ থেকে। সম্প্রতি এই বিষয়ে বড় বয়ান দিয়েছেন প্রাক্তন কোচ ও প্লেয়ার ভেঙ্কটেশ প্রসাদ। তিনি জানিয়েছেন, হার্দিকের বিকল্প হিসেবে অন্য এক তারকার উপর নজর রয়েছে BCCI-র। চলতি IPL-এ ১৬০ স্ট্রাইক রেটে ১৭৬ রান করেছেন। একটা হাফ সেঞ্চুরির সাথে ভালো রেকর্ড গড়েছেন এই তারকা। একই সাথে তার স্পিনারদের ফেস করার ক্ষমতাও দারুণ।

আরও পড়ুন : ৯১৪৭ কোটির ফ্র্যাঞ্চাইজি! KKR ছাড়াও রয়েছে আরও তিন দলের মালিকানা রয়েছে শাহরুখের হাতে

তিনি হলেন CSK-র অন্যতম ম্যাচ উইনার শিবম দুবে। ভেঙ্কটেশ প্রসাদের মতে শিবম কেবল দলে জায়গা পাওয়ারই যোগ্য নন, তিনি প্রথম একাদশে থাকার যোগ্য দাবিদার। তিনি জানিয়েছেন, সূর্যকুমার যাদব ও রিঙ্কু সিংয়ের সঙ্গে শিবম দুবেকে প্রথম একাদশে দেখা গেলে মন্দ হয়না। একই সাথে তিনি এটাও জানিয়ে দেন যে, আসন্ন টুর্নামেন্টে হার্দিকের জন্য জায়গা খালি নেই।

আরও পড়ুন : CSK-র কাছে পর্যদুস্ত কলকাতা! এই পাঁচ কারণে থামল KKR-র বিজয়রথ

shah rukh khan (1)

এইদিন নিজের অফিশিয়াল টুইটার থেকে তিনি লেখেন, ‘স্পিনারদের বিরুদ্ধে শিবম দুবের দুর্দান্ত ক্ষমতার জন্য, সূর্যকে আন্তর্জাতিক স্তরে সেরা টি-২০ ব্যাটার হওয়ার জন্য এবং রিঙ্কুর ফিনিশিংয়ের ক্ষমতার জন্য সুযোগ দেওয়া উচিত। এটা খুব ভালো হবে যদি টি-২০ বিশ্বকাপের প্রথম একাদশে এই তিনজনকে সুযোগ দিতে পারে দল। বিরাট কোহলি ও রোহিত শর্মাকে নিয়ে একজন উইকেট কিপার ব্যাটারের জন্য জায়গা থাকবে।’

Moumita Mondal
Moumita Mondal

মৌমিতা মণ্ডল, গ্র্যাজুয়েশনের পর শুরু নিয়মিত লেখালেখি। বিগত ৩ বছরেরও বেশি সময় ধরে লেখালেখির সাথে যুক্ত। প্রায় ২ বছর ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত।

সম্পর্কিত খবর