ভরসার মান রাখলো না! চূড়ান্ত হতাশ বাবর আজম, তার বিশ্বকাপ রেকর্ডও ভাঙলো লজ্জাজনকভাবে

বাংলা হান্ট নিউজ ডেস্কঃ আজ ম্যাচের আগে পাকিস্তান (Pakistan Cricket Team) অধিনায়ক বাবর আজম (Babar Azam) দলের ওপর বিশ্বাস রেখেছিলেন সেমিফাইনালে যোগ্যতা অর্জনের বিষয়ে। আর সবচেয়ে বেশি ভরসা তিনি যার ওপর করছিলেন তিনি হলেন ফখর জামান (Fakhar Zaman)। বাবর আজম দাবি করেছিলেন তারা যদি টসে জিতে ব্যাটিং করেন আর বাংলাদেশ ও নিউজিল্যান্ডের বিরুদ্ধে অসাধারণ ব্যাটিং করা ফখর যদি প্রথম ২০-৩০ ওভার ক্রিজে থাকেন তাহলে অসম্ভবকে সম্ভব করবে পাকিস্তান। কিন্তু ইংল্যান্ড ইডেন গার্ডেন্সে টসে জিতে ব্যাটিং নেওয়া মাত্র পাকিস্তান অধিনায়কের সেই স্বপ্ন ভেঙে যায়। হ্যারিস রাউফদের (Haris Rauf) ধ্বংস করে দিয়ে ৫০ ওভারে ৩৩৮ রানের টার্গেট রাখে ইংল্যান্ড। সেমিফাইনালে পৌঁছতে গেলে সেই টার্গেট ৪০ বলে চেজ করতে হতো। ফলে দ্বিতীয় ইনিংস শুরুর আগেই পাকিস্তানের আসা শেষ হয়ে যায় এবং যে ফখরের উপর বাবরের এত ভরসা ছিল তিনি ৯ বল খেলে মাত্র ১ রান করে ড্রেসিংরুমে ফেরেন পাকিস্তানের এই বিশ্বকাপের (2023 ODI World Cup) শেষ ম্যাচে।

তারপরেও একটা ক্ষীণ আশা সকলের মনে ছিল। যদি পাকিস্তানের বোলাররা অসাধারণ বোলিং করে পাকিস্তানকে ৪০ থেকে ৫০ রানের মধ্যে অলআউট করে দিতে পারে তাহলে দুই থেকে তিন ওভার এর মধ্যে সেই রান তারা করতে পারলে পাকিস্তানের সামনে সেমিফাইনালে দরজা খুলে যেত। কিন্তু পাকিস্তানের সেই আশাকে দুমড়ে দিয়ে শুধুমাত্র ম্যাচ জেতার জন্য পাকিস্তানের সামনে ৩৩৮ রানের টার্গেট রাখলো বেন স্টোকসরা।

পাকিস্তান যদি সেমিফাইনালে উঠতে চায় তাহলে মাত্র ৪০ বলে তাদের ৩৩৮ রানের টার্গেট তাড়া করতে হবে। এটা যে পুরোপুরি অসম্ভব সেটা সকলেই বুঝে গিয়েছেন। পাকিস্তান এখন শেষ চেষ্টা হিসেবে এই ম্যাচটি জিতে দেশে ফেরার জন্য ভাবতে পারে। এর আগেও এই বিশ্বকাপে তারা এমন বড় টার্গেট তাড়া করে জিতেছে। সেটাই প্রাথমিক লক্ষ্য হওয়া উচিত পাকিস্তান দলের।

আরও পড়ুন: ধোনি ও কোহলিকে পেছনে ফেলেছেন! কিন্তু সচিনকে টপকাতে ব্যর্থ হলেন শুভমান গিল

তবে আজকে লজ্জার এক রেকর্ড করলেন পাকিস্তানের সবচেয়ে ফাস্ট বোলার হ‍্যারিস রাউফ। তাকে পাকিস্তানের ক্রিকেট ভক্তরা গতি দানব বলে থাকেন কিন্তু শুধুমাত্র গতিকে সম্বল করে বিশ্বকাপ খেলতে গেলে যে হতাশ হতে হবে সেটা চলতি টুর্নামেন্টে বারবার তিনি বুঝতে পেরেছেন। আজও সেই ঘটনার ব্যতিক্রম হলো না। তিনি আজ তিনটি উইকেট পেলেও ১০ ওভারে খরচ করেছেন ৬৪ রান। আজ ইংল্যান্ডের হয়ে কেউ শতরান না পেলেও হাফসেঞ্চুরি করেছেন জনি বেয়ারস্টো, জো রুট এবং বেন স্টোকস।

আরও পড়ুন: এই ভারতীয় বোলিং সেরা নয়! শামি, সিরাজ, বুমরাকে নিয়ে বিস্ফোরক সৌরভ

তবে হ্যারিস যে লজ্জার রেকর্ডটি করেছেন তা তিনি চাইলেও আর ভুলতে পারবেন না। এর আগে কোন এক বিশ্বকাপে সবচেয়ে বেশি রান খরচ করার রেকর্ড ছিল ইংল্যান্ড লেগস্পিনার আদিল রশিদের। ২০১৯ সালের বিশ্বকাপে তিনি ৫২৬ রান খরচ করেছিলেন গোটা টুর্নামেন্টে। এই বিশ্বকাপে আর নয় ম্যাচ খেলে ৫৩৩ রান খরচ করে তার রেকর্ড ভেঙে দিলেন রাউফ। এছাড়া এক বিশ্বকাপে সবচেয়ে বেশি ছক্কা খাওয়ার রেকর্ড করেছেন তিনি বোলার হিসেবে। চলতি বিশ্বকাপে তার বোলিংয়ে মোট ১৬ টি ছক্কা মেরেছে প্রতিপক্ষের ব্যাটাররা। সবচেয়ে মজার ব্যাপার হল কোন একজন ক্রিকেটার হিসেবে একটি নির্দিষ্ট ওডিআই বিশ্বকাপে পাকিস্তানের হয়ে সর্বাধিক রান সংগ্রহের রেকর্ডটি বাবর আজমের দখলে। ২০১৯ সালে ইংল্যান্ডের মাটিতে ৪৭৪ রান করেছিলেন বাবর। সোশ্যাল মিডিয়ার নেটিজেনরা ব্যঙ্গ করে বলছেন ব্যাট হাতে না হলেও বল হাতে আজ বাবরের রানের সেই রেকর্ড ভেঙে দিয়েছেন হ্যারিস।

 

Avatar
Reetabrata Deb

সম্পর্কিত খবর