বিশেষ সম্মান পেতে চলেছেন উকিল  হরিশ সালওয়ে  

গুপ্তচরবৃত্তির অভিযোগে ভারতীয় নৌসেনা আধিকারিক কুলভূষণ যাদবকে নিয়ে তৈরি হল নয়া জল্পনা।  গত তিন বছর ধরে পাকিস্তানের হাতে বন্দি কুলভূষণ যাদব। ২০১৬ সালের ৩ মার্চ ভারতীয় নৌবাহিনীর এই প্রাক্তন অফিসারকে গ্রেপ্তার করে পাকিস্তান।

গুপ্তচরবৃত্তি এবং পাকবিরোধী কার্যকলাপে লিপ্ত থাকার অভিযোগে তাঁকে ফাঁসির সাজা দিয়েছে পাকিস্তানের সেনা আদালত। পাকিস্তান দাবি করেছে , তিনি ইসলাম ধর্মগ্রহণ করেছিলেন এবং গাদানিতে বাতিল জিনিসের ব্যবসায়ীর ছদ্মবেশে থাকতেন।পাকিস্তানের প্রকাশ করা একটি ভিডিওয় কুলভূষণকে করাচি এবং বালুচিস্তানে ভারতের গুপ্তচর সংস্থা ‘র’-এর হয়ে কাজ করার কথা স্বীকার করতে দেখা গিয়েছে।তাকে নিয়ে আছে অনেক ধয়োঁাশা ।

 

harish salve icj

 

১৯৭০ সালের ১৬ এপ্রিল মহারাষ্ট্রের সাঙ্গিলে জন্ম কুলভূষণের। বাবা সুধীর যাদব মুম্বইয়ের প্রাক্তন অ্যাসিস্ট্যান্ট পুলিস কমিশনার। তিনি নিজে নৌসেনায় যোগ দেওয়ার পর থেকেই তার নানা রকম অজানা কথা জানা যায় । যেমন  পাসপোর্টে তাঁর ঠিকানা সম্পূর্ণ করে দেয়নি । এই পাসপোর্ট নিয়েই ইরানের চাবাহারে ঢুকেছিলেন তিনি। এর পর একের পর এক ঘটনায় জড়ায় তিনি । কুলভূষণ  মামলায় জনপ্রিয় উকিল  হরিশ সালওয়ে এবার পেতে চলেছেন বিশেষ সম্মান।  ব্রিতটি শ সরকারের পক্ষ থেকে যে প্রেস রিলিজ বের করা হয়েছে তার ১১৪ জন ব্যারিস্টার এর মধ্যে নাম রয়েছে হরিশ সালওয়ের ।

উল্লেখ্য এই বিষশষ উপাধি তাদের এক মাত্র দেওয়া হয়। যারা উকিলি কেরিয়ারে অসামান্য কাজ করেন এবং নিপুন কাজের পরিচয় দিয়ে এসেছেন তাদের কে বিশেষ সম্মান দেওয়ার জন্য এই উপাধি বা পুরস্কার দেওয়া হয়ে থাকে । এই ১১৪ জনের মধ্যে মহারানি দ্বিতিয়  এলিজাবেথ নিজে ১০ জন কে নিজের হাতে সম্মানিত করবেন ।  এই সময়ে দাড়িয়ে এটা একটা মানুষের কাছে বিশেষ প্রাপ্তি। আর এই সম্মান পাওয়া নিজের কাজের প্রতি ভালবাসা থেকেই পাওয়া সম্ভব। একজন উকিলের কাছে এটা বিশেষ সম্মান বলে মনে করা হয়।

সম্পর্কিত খবর