লাইনে দাঁড়িয়ে রেশন তোলার দিন শেষ, দেশের সর্বপ্রথম ‘খাদ্যশস্য ATM” বসিয়ে তাক লাগাল হরিয়ানা

বাংলা হান্ট ডেস্কঃ বিশেষত এই মহামারী কালে রীতিমতো ভেঙে পড়েছে অর্থনীতি। যার জেরে সরকারি রেশনই এখন শেষ ভরসা বহু মানুষের কাছে। কিন্তু সেই রেশন পেতেও রীতিমতো বেগ পেতে হয় আম জনতাকে। অনেক ক্ষেত্রে সারাদেশে একই রেশন কার্ড না থাকায় ভারতীয় নাগরিক হওয়া সত্ত্বেও রেশনের সুবিধা পান না অনেক পরিযায়ী শ্রমিকরা। তাদের জন্য ইতিমধ্যেই একদেশে এক রেশন কার্ড চালু করার কেন্দ্রের নির্দেশে সিলমোহর দিয়েছে সুপ্রিম কোর্ট।

কিন্তু অনেক ক্ষেত্রেই রেশন কার্ড থাকলেও সমস্যার সমাধান হচ্ছে না। কোথাও কোথাও যেমন দীর্ঘ লাইন দিতে হচ্ছে মানুষকে। তেমনি আবার কোথাও কোথাও দুর্নীতির জেরে একজনের রেশন পাচ্ছেন অন্যজন। এই সমস্যা থেকে মুক্তির জন্যই বায়োমেট্রিক স্বয়ংক্রিয় রেশন পদ্ধতি প্রচলন করতে চলেছে সরকার। সেই সূত্র ধরেই এবার বড় পদক্ষেপ নিল হরিয়ানা (Haryana)। হরিয়ানার গুরুগ্রামে বসানো হলো দেশের প্রথম স্বয়ংক্রিয় ‘শস্য এটিএম’ (grain ATM )।

এখানে আধার এবং রেশন কার্ড নম্বর দিলেই আপনার জন্য বরাদ্দ রেশন পেয়ে যাবেন আপনি। স্বাভাবিকভাবেই যান্ত্রিক প্রক্রিয়ায় রেশন প্রদানের জন্য সময় অনেকটাই বাঁচবে। যার জেরে এই মহামারীর সময় দীর্ঘক্ষন লাইন দিতে হবেনা মানুষজনকে। সরকারি তরফে জানানো হয়েছে, আগামী দিনে সমস্ত সরকারি রেশন দোকানেই এই ব্যবস্থা চালু করা হবে।

বলা চলে হরিয়ানার গুরুগ্রাম এক্ষেত্রে একটি পাইলট প্রজেক্ট। এই প্রকল্প সফল হলে আগামী দিনে এটিকে বড় মাত্রায় লাগু করবে কেন্দ্র সরকার। তবে এ ধরনের প্রজেক্ট লাগু হলে আগামী দিনে আমজনতার সমস্যা যে অনেকটাই কমবে তা বলাই বাহুল্য।

Avatar
Abhirup Das

সম্পর্কিত খবর