নারী শক্তির জয় জয়কার, মীরাবাঈ চানুর পর কুস্তিতে ভারতকে স্বর্ণপদক এনে দিলেন প্রিয়া মালিক

বাংলা হান্ট ডেস্কঃ অলিম্পিকে এই মুহূর্তে কিছুটা চড়াই-উতরাইয়ের মধ্যে দিয়ে চলেছে ভারতের যাত্রা। একদিকে যেমন গতকাল ভারোত্তোলনে রৌপ্য পদক জিতে সকলকে গর্বিত করেছেন মীরাবাঈ চানু, তেমনি আবার শেষ হয়ে গিয়েছে দীপিকা কুমারি, সাথিয়ানদের স্বপ্নের যাত্রা। অন্যদিকে আবার আশা জিইয়ে রেখেছেন, পিভি সিন্ধু, সুতীর্থা মুখার্জিরা। পদক জয়ের স্বপ্ন দেখাচ্ছে ভারতের রোয়িং দলও।

তবে বলা চলে আন্তর্জাতিক মঞ্চে এখন নারী শক্তির জয় জয়কার। কাল যেমন ভারতকে এক স্বপ্নের মুহূর্ত উপহার দিয়েছেন মীরাবাঈ চানু, তেমনই এবার হাঙ্গেরিতে বিশ্ব কুস্তি চ্যাম্পিয়নশিপেও অসাধারণ প্রদর্শন উপহার দিলেন হরিয়ানার মেয়ে প্রিয়া মালিক (Priya Malik)। হাঙ্গেরির বুদাপেস্টে আয়োজিত বিশ্ব কুস্তি চ্যাম্পিয়নশিপ ৭৩ কেজি বিভাগে স্বর্ণ পদক জিতে নিলেন প্রিয়া।

বেলারুসের প্রতিদ্বন্দী সেনিয়া পাতাপোভিচকে ৫-০ ব্যবধানে হারিয়ে দিয়েছেন তিনি। প্রিয়ার এই অসাধারণ কৃতিত্বে মুগ্ধ সকলেই। আগামী দিনে তার কেরিয়ার যাতে আরও উজ্জ্বল হয়, এখন সেই কামনাই করছেন তারা। ইতিমধ্যেই তাকে শুভেচ্ছা জানিয়েছেন হরিয়ানার ক্রীড়ামন্ত্রী সন্দীপ সিং। এদিন টুইটারে তিনি লেখেন, “হরিয়ানার কন্যা কুস্তিগীর প্রিয়া মালিককে হাঙ্গেরিতে বিশ্ব কুস্তি চ্যাম্পিয়নশিপে ৭৩ কেজি বিভাগে স্বর্ণ পদক জয়ের জন্য অনেক অনেক অভিনন্দন অভিনন্দন।”

 

 

Avatar
Abhirup Das

সম্পর্কিত খবর