মহিলা হোক বা পুরুষ, RCB রয়েছে RCB-তেই! হেইলি ঝড়ে স্মৃতিদের উড়িয়ে টানা ২ ম্যাচ জিতলো মুম্বাই

বাংলা হান্ট নিউজ ডেস্ক: রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর (RCB) পুরুষ দলের মতোই আরসিবি মহিলা দলও ছিল তারকা সমৃদ্ধ। প্রথম মহিলা আইপিএল (WPL) শুরু হওয়ার আগে অনেকেই তাদের টুর্নামেন্টের বিজয়ী ঘোষণা করে দিয়েছিল। বিরাট কোহলিরা এত বছর ধরে যে আশা পূরণ করতে পারেননি, সেই আশা পূরণ করবেন স্মৃতি মান্ধানারা (Smriti Mandhana), এমনটাই প্রত্যাশা ছিল ভক্তদের। কিন্তু মহিলা আইপিএলে নিজেদের প্রথম দুই ম্যাচে সমর্থকদের চূড়ান্ত হতাশ করলো আরসিবি।

গত ম্যাচে দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে ৬০ রানের ব্যবধানে হার মানতে হয়েছিল স্মৃতিদের। আজ ৩৪ বল বাকি থাকতেই ৯ উইকেটে আরসিবির বিরুদ্ধে জয় পেল হরমনপ্রীত কৌরের মুম্বাই ইন্ডিয়ান্স। টুর্নামেন্টের প্রথম ম্যাচে তারা গুজরাট জায়ান্টসকে উড়িয়ে দিয়ে জয় পেয়েছিল ১৪৩ রানের ব্যবধানে। টানা দুই ম্যাচ জিতে অনেকটাই শক্তিশালী দেখাচ্ছে তাদের।

আজ মুম্বাইয়ের ব্রেবোর্ন স্টেডিয়ামে টসে জিতে প্রথমে ব্যাটিং করার সিদ্ধান্ত নিয়েছিলেন স্মৃতি। তিনি নিজে সোফি ডিভাইনের সাথে দলকে ভালো স্টার্ট দিয়েছিলেন। কিন্তু ৩৯ রানের স্কোর ডিভাইন (১৬) ফিরতেই ভাঙ্গন ধরে আরসিবির টপ অর্ডারে। মাত্র ৪ রানের ব্যবধানে ৪ উইকেট হারায় তারা। ২৩ রানের ব্যক্তিগত স্কোরে আউট হন স্মৃতি। দিশা কাসাত খাতা খোলার আগেই তাকে ড্রেসিংরুমে ফেরত পাঠিয়েছিলেন বাংলার সাইকা ইশাক।

mumbai indians (w)

এরপর রিচা ঘোষের সঙ্গে ভুল বোঝাবুঝিতে ভালো শুরু করেও ১৩ রানের ব্যক্তিগত স্কোর রান আউট হন তারকা অজি ক্রিকেটার অ্যালিসা পেরি। গোল্ডেন ডাকে আউট হন হিথার নাইট। গোটা কুড়িয়ে অফার ব্যাটিং করতে ব্যর্থ হয় আরসিবি। রিচা ঘোষ দলের হয়ে সর্বোচ্চ ২৮ রান করেন। এছাড়া কণিকা আহুজা (২২), শ্রেয়ানিকা পাতিল (২৩), মেগান শ্যুট-রা (২০) মিলে দলকে পৌঁছে দেন ১৫৫ রানের স্কোরে। বেঙ্গালুরুকে 18 পয়েন্ট চার ওভার এর মধ্যে অলআউট করানোর ব্যাপারে বড় ভূমিকা নেন বাংলার সাইকা ইশাক (২/২৬) এবং ওয়েস্ট ইন্ডিজের হিলি ম্যাথিউস (৩/২৮)।

এরপর রান তাড়া করতে নেমে ওপেন করেও আরসিবির বোলারদের খড়কুটোর মতো উড়িয়ে দেন মুম্বাইয়ের হিলি। মাঝে অপর ওপেনার ইয়াস্তিকা ভাটিয়াকে (২৩) হারাতে হলেও তা মুম্বাইয়ের জয়ে একেবারেই কোন বাধা হয়ে দাঁড়ায়নি। ৩ নম্বরে নেমে অর্ধশতরান করে ন্যাতালিয়া স্কেভিয়ার ব্রান্ট (৫৫)। তবে তার আগ্রাসে ব্যাটিং ও ফিকে হয়ে গিয়েছিল হিলি ম্যাথিউসের সামনে। ৩৮ বলে ১৩ টি ৪ ও একটি ছক্কা সহযোগে ৭৭ রান করে অপরাজিত থাকেন তিনি। ১৪.২ ওভারে মাত্র ১ উইকেট হারিয়ে কাঙ্খিত লক্ষ্যে পৌঁছে যায় মুম্বাই।

Avatar
Reetabrata Deb

সম্পর্কিত খবর