২ হাজার প্রধান শিক্ষক নিয়োগ হবে এই জেলায়। আবেদন করার আগে জেনে নিন নিয়ম কানুন

বাংলাহান্ট ডেস্ক : রাজ্যজুড়ে শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলা চলছে। এই আবহেই প্রধান শিক্ষক নিয়োগ হবে রাজ্যে। প্রধান শিক্ষক (Headmaster) নিয়োগ (Recruitment) হবে দক্ষিণ চব্বিশ পরগণা (South 24 Pargana) জেলা প্রাথমিক স্কুলে। আবেদন প্রক্রিয়া শুরু হয়েছে গত বৃহস্পতিবার থেকে। জেলার প্রাথমিক শিক্ষা সংসদ এই বিষয়টি জানিয়ে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে।

বিজ্ঞপ্তি অনুযায়ী প্রধান শিক্ষক নিয়োগ করা হবে এই জেলার দুই হাজার স্কুলে। এ বিষয়ে জেলা প্রাথমিক শিক্ষা সংসদের সভাপতি অজিত কুমার নায়েক জানিয়েছেন, দুই হাজার স্কুলে নিয়োগ করা হবে প্রধান শিক্ষক। এতদিন এই স্কুলগুলিতে প্রধান শিক্ষকের দায়িত্ব পালন করছিলেন স্কুলের সহকারী প্রধান শিক্ষকরা। দশ দিনের মধ্যে নাম সুপারিশ করে তালিকা জমা দিতে হবে জেলা স্কুল পরিদর্শককে।

বিজ্ঞপ্তি অনুযায়ী, যে শিক্ষকরা প্রধান শিক্ষকের পদের জন্য আবেদন করবেন তাদের অন্তত দক্ষিণ ২৪ পরগনার শিক্ষক হিসেবে দশ বছর চাকরির অভিজ্ঞতা থাকতে হবে। অন্য জেলা থেকে বদলি হয়ে যে শিক্ষকরা এই জেলায় এসে চাকরি করছেন তাদের অন্য জেলায় চাকরির মেয়াদকাল সেক্ষেত্রে গ্রহণযোগ্য হবে না। পঞ্চাশের বেশি পড়ুয়া রয়েছে এমন স্কুলে দশ বছরের বেশি পড়ানোর অভিজ্ঞতা থাকতে হবে।

WB Teachers 0

জেলা প্রাথমিক শিক্ষা সংসদ জানিয়েছে, নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন হবে আগামী এক মাসের মধ্যে। এই বিষয়ে অজিত কুমার নায়েক বলেছেন, “চেষ্টা করা হচ্ছে নিয়োগ প্রক্রিয়া এক মাসের মধ্যে সম্পন্ন করার। দশ দিনের মধ্যে জেলার স্কুল পরিদর্শককে নাম সুপারিশের তালিকা জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।”

Avatar
Soumita

আমি সৌমিতা। বিগত ৩ বছর ধরে কর্মরত ডিজিটাল সংবাদমাধ্যমে। রাজনীতি থেকে শুরু করে ভ্রমণ, ভাইরাল তথ্য থেকে শুরু করে বিনোদন, পাঠকের কাছে নির্ভুল খবর পৌঁছে দেওয়াই আমার একমাত্র লক্ষ্য।

সম্পর্কিত খবর