‘সত্যি বুঝতে পারছি না কয়লা ভাইপো কী’, ‘সিরিয়াস কেস নাকি?’, এজলাসে প্রশ্ন বিচারপতির

বাংলা হান্ট ডেস্কঃ বঙ্গ বিজেপির অন্যতম প্রধান সৈনিক তথা বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর (Suvendu Adhikari) করা একটি বিতর্কিত টুইট নিয়ে মামলা (Tweet Case) চলছে কলকাতা হাইকোর্টে (Calcutta High Court)। গতকালের পর বৃহস্পতিবার ফের ২০২২ এর নভেম্বর বিরোধী দলনেতার করা একটি বিতর্কিত টুইট মামলার শুনানি ছিল বিচারপতি মৌসুমী ভট্টাচার্যের (Justice Moushumi Bhattacharya) এজলাসে।

শুভেন্দু অধিকারীর সেই টুইটে (Tweet) এক ‘কয়লা ভাইপো’র উল্লেখ ছিল। সেই কয়লা ভাইপো বলতে কাকে বোঝানো হয়েছে, বুধবারই আদালতে সে কথা জানতে চেয়েছিলেন বিচারপতি। আজ বৃহস্পতিবার সেই মামলার শুনানি শেষ হল। মামলা প্রসঙ্গে এদিন বিচারপতি বলেন, ‘সত্যি বুঝতে পারছি না কয়লা ভাইপো কী?’ পাশাপাশি, এই মামলার গুরুত্ব কতটা সেটাও বুঝতে চেয়েছেন বিচারপতি ভট্টাচার্য।

প্রসঙ্গত, গত বছর নিজের করা এক টুইটে ‘লেডি কিম’ ও ‘কয়লা ভাইপো’ শব্দবন্ধ ব্যবহার করেছিলেন শুভেন্দু অধিকারী। এরপর, শিল্পা দাস নামে এক মহিলা কমিশনে অভিযোগ করেন বিরোধী দলনেতার বিরুদ্ধে। অভিযোগকারিণী অভিযোগ ছিল তার এই মন্তব্য শিশু অধিকার লঙ্ঘন করে! একটি শিশুর জন্মদিনের অনুষ্ঠানকে কটাক্ষ করার অভিযোগ রয়েছে।

শুভেন্দুর করা সেই ট্যুইটের প্রেক্ষিতে তাঁকে ৩ বার শোকজের নোটিস পাঠায় পশ্চিমবঙ্গ শিশু অধিকার রক্ষা কমিশন। এই নোটিস খারিজের জন্য আবেদন জানিয়ে হাইকোর্টের দ্বারস্থ হন শিশির পুত্র। বুধবারের পর আজ বৃহস্পতিবার ফের এই মামলারই শুনানি ছিল কলকাতা হাইকোর্টে।

high court

তবে এদিন বিচারপতি জানান, এই মামলার বিষয় কতটা গুরুত্বপূর্ণ, সেটাও বুঝতে হবে। বিরোধী দলনেতার এই টুইটে কোনো শিশুর অধিকার আদৌ ক্ষুণ্ণ হয়েছে কি না, এদিন এজলাসে সেই প্রশ্নও তোলেন বিচারপতি। পাশাপাশি অভিযোগকারিণীর আইনজীবীকে বিচারপতি জিজ্ঞেস করেন, ‘এটা কি সিরিয়াস কেস? একজন শিশুর অধিকার খর্ব করার মতো ততটা কী সিরিয়াস?’ এবং শেষে বিচারপতি কয়লা ভাইপো কী তা সত্যিই বুঝতে পারছেননা বলেও মন্তব্য করেন। গতকাল এই মামলার রায়দান বলে জানা গিয়েছে।

Sharmi Dhar
Sharmi Dhar

শর্মি ধর, বাংলা হান্ট এর রাজনৈতিক কনটেন্ট রাইটার। উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৩ বছর ধরে সাংবাদিকতা পেশার সঙ্গে যুক্ত ।

সম্পর্কিত খবর