কর্মরত পুলিশের হাতে চিরকুট দিয়েই পালিয়ে গেলেন যুবক! যা লেখা তাতে.. চোখে জল আনবে আপনার

বাংলা হান্ট ডেস্কঃ সকাল থেকে রাত পুজোর (Durga Pujo) আনন্দে মাতোয়ারা বঙ্গবাসী। পুজোর এই চার দিন হই-হুল্লোড়, আনন্দে মেতে থাকেন সকলে। তবে এই সময়টাতেও ছুটি থাকে না পুলিশকর্মীদের। সর্বদা সাধারণ মানুষকে নিরাপত্তা দিতে ব্যস্ত তারা। অষ্টমীর দিন এমনই এক কর্মরত পুলিশকর্মীর (Police) মুখে হাসি ফোটালেন এক যুবক।

পুজো মণ্ডপের সামনে দাঁড়িয়ে নিজেদের ডিউটি করছেন দুই পুলিশ অফিসার। হঠাৎ তাদের সামনে দৌড়ে এলেন এক যুবক। এক পুলিশ কর্মীর হাতে একটি চিরকূট ধরিয়ে দিয়ে গেলেন। তারপর? তারপর যা হল সবটা শুনলে অবাক হবেন আপনিও।

পুলিশকর্মীকে দেওয়া ওই চিরকূটে লেখা ছিল ‘সব কিছুর জন্য অনেক ধন্যবাদ’। সম্প্রতি এই ঘটনার ভিডিও ভাইরাল (Viral Video) হয়েছে সোশ্যাল মিডিয়ায়। ওয়েস্ট বেঙ্গল পুলিশের অফিসিয়াল ফেসবুক পেজ থেকে এই ভিডিওটি শেয়ার করে লেখা হয়েছে, “চলুন একটু সময় নিই এবং তাদের প্রশংসা করি। মূল্যবান হাসির জন্যেও অপেক্ষা করুন”।

আরও পড়ুন: কিছুক্ষণ পরই বৃষ্টিতে ভিজবে দক্ষিণবঙ্গের এই সব জেলা! নবমীতে মন খারাপ করা খবর দিল হাওয়া অফিস

ওই ‘ধন্যবাদ’ চিরকূট পাওয়ার পর পুলিশকর্মীদের মুখে ধরা দেয় চওড়া হাসি। ভাইরাল হওয়া এই ভিডিও দেখে আবেগঘন হয়ে পড়েছেন নেটিজেনেরাও। চিরকূট দেওয়া যুবকের সঙ্গে পরে হাতও মেলাতে দেখা গিয়েছে পুলিশকর্মীটিকে। ছোট্ট এই ভিডিও বিরাট বড় এক বার্তা পৌঁছে দিল মানুষের কাছে।

viral

পুজোর চারটে দিনও নিজেদের দায়িত্ব পালনে ব্যস্ত থাকেন পুলিশকর্মীরা। দিন-রাত সাধারণ মানুষের যাতে কোনও অসুবিধা না হয় সেই দিকে নজর থাকে তাদের। আর পুজোর দিন গুলিতে তাদের দায়িত্ব আরও বেশি। মণ্ডপে মণ্ডপে ভীড় সামাল দেওয়া থেকে ট্রাফিক কন্ট্রোল, সবটাই দেখার দায়িত্ব থাকে তাদের ওপর। তারা না থাকলে নির্বিঘ্নে পুজোর দিনগুলি কাটাতে পারত না বাংলার মানুষজন। তাই তাদের অক্লান্ত পরিশ্রমকে কুর্নিশ না জানালেই নয়।

Sharmi Dhar
Sharmi Dhar

শর্মি ধর, বাংলা হান্ট এর রাজনৈতিক কনটেন্ট রাইটার। উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৩ বছর ধরে সাংবাদিকতা পেশার সঙ্গে যুক্ত ।

সম্পর্কিত খবর