হুহু করে বাড়ছে তাপমাত্রার পারদ! তাপপ্রবাহের সতর্কতা জারি পশ্চিমবঙ্গের একাধিক জেলায়, আবহাওয়ার খবর

বাংলা হান্ট ডেস্ক : চৈত্রের শেষ লগ্নে হুহু করে বাড়ছে তাপমাত্রা। ঝড়বৃষ্টি আপাতত উধাও নিয়েছে। অবশ্য উত্তরবঙ্গে পার্বত্য জেলাগুলিতে আজ ও কাল বৃষ্টি হতে পারে। এরপর দক্ষিণবঙ্গের (South Bengal) পাশাপাশি উত্তরবঙ্গের (North Bengal) আবহাওয়াও শুষ্ক হওয়া শুরু হবে। তবে দু’দিন পর আবারও একবার বৃষ্টির দেখা মিলতে পারে দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জেলায় (West Bengal Weather)।

এক নজরে আজকের আবহাওয়া :

সর্বোচ্চ তাপমাত্রা : ৩৮.৩°সেলসিয়াস
সর্বনিম্ন তাপমাত্রা : ২৮.১° সেলসিয়াস
আর্দ্রতা : ৯০%
বাতাস : ১১ কিমি/ঘন্টা
মেঘে ঢাকা : ৬১%

কলকাতার আবহাওয়া : আগামী ২৪ ঘন্টায় কলকাতা ও আশপাশের এলাকার আকাশ আংশিক ভাবে মেঘলা থাকবে। সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে ৩৭ ও ২৭ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে।
গতকাল কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ২৬.২ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে ১ ডিগ্রি বেশি। বুধবার যা ছিল ২৬.৮ ডিগ্রি সেলসিয়াস। আপেক্ষিক আর্দ্রতা সর্বোচ্চ ৮৪ শতাংশ।

weather

উত্তরবঙ্গের আবহাওয়া : উত্তরবঙ্গের উপরের দিকের দুই পার্বত্য জেলা – দার্জিলিং ও কালিম্পংয়ে হালকা থেকে মাঝারি ঝড়বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। এরপর আগামিকালও দার্জিলিং ও জলপাইগুড়িতে হালকা ঝড়বৃষ্টি হতে পারে। তবে উত্তরবঙ্গের সমতলের জেলাগুলিতে বৃষ্টির কোনও সম্ভাবনা নেই বলেই জানাচ্ছে আলিপুর আবহাওয়া দফতর। এদিকে পরশু থেকে আগামী তিনদিন উত্তরবঙ্গের সব জেলার আবহাওয়াই পুরোপুরি শুষ্ক থাকবে বলে জানিয়েছে হাওয়া অফিস।

দক্ষিণবঙ্গের আবহাওয়া : শনিবার সকালের মধ্যে দক্ষিণবঙ্গের সবকটি জেলার আবহাওয়া শুকনো থাকবে। কোথাও বৃষ্টির কোনও পূর্বাভাস নেই। শনিবার সারাটা দিন আবহাওয়া শুকনো থাকলেও রবিবার পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া এবং বাঁকুড়ার হাল্কা বৃষ্টি হতে পারে।
দক্ষিণবঙ্গের জেলাগুলির ক্ষেত্রেও তাপমাত্রা বৃদ্ধির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দফতর।

আগামীকালের আবহাওয়া : আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে নয় এপ্রিলের মধ্যে তাপমাত্রা ধীরে ধীরে বাড়বে। বিচ্ছিন্নভাবে দু-এক জায়গায় কিছুটা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। প্রথম ২৪ ঘন্টায় উত্তরবঙ্গের ক্ষেত্রে দার্জিলিং এবং কালিম্পং-এ হাল্কা বৃষ্টি ও বজ্রবিদ্যুতের সম্ভাবনা রয়েছে। বাকি সব জেলার আবহাওয়া এই সময় শুকনো থাকবে বলেই জানাচ্ছে আলিপুর আবহাওয়া দফতর।

Avatar
Sudipto

সম্পর্কিত খবর