অপেক্ষার অবসান! অবশেষে ঝেঁপে নামতে চলেছে বৃষ্টি, ভারি বর্ষণে ভিজবে এই ৫ জেলা, আবহাওয়ার বড় আপডেট

বাংলা হান্ট ডেস্ক : গরমে জ্বলে পুড়ে যাচ্ছে দক্ষিণবঙ্গ (South Bengal)। উত্তরবঙ্গেও (North Bengal) কয়েকটি জেলায় ৪০ ডিগ্রি সেলসিয়াস ছুঁয়েছে পারদ। মালদা, উত্তর ও দক্ষিণ দিনাজপুরে তাপপ্রবাহের সতর্কতা জারি। উত্তরবঙ্গের পার্বত্য দুই-তিন জেলা ছাড়া বাকি জেলাগুলিতে তাপপ্রবাহের মতো পরিস্থিতি তৈরি হয়েছে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর (Alipore Weather Office)।

এক নজরে আজকের আবহাওয়া :

সর্বোচ্চ তাপমাত্রা : ৪৩.১°সেলসিয়াস
সর্বনিম্ন তাপমাত্রা : ৩৩.২° সেলসিয়াস
আর্দ্রতা : ৯২%
বাতাস : ১৩ কিমি/ঘন্টা
মেঘে ঢাকা : ৭৪%

কলকাতার আবহাওয়া : আগামী ২৪ ঘন্টায় কলকাতা-সহ আশপাশের এলাকায় তাপপ্রবাহের মতো পরিস্থিতি থাকার সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে হাওয়া অফিস। সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে ৪২ ও ৩১ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে। সোমবারের সর্বনিম্ন তাপমাত্রা ২৯.১ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে ৩ ডিগ্রি বেশি। গত রবিবার এই তাপমাত্রা ছিল ২৯.৬ ডিগ্রি সেলসিয়াস। আপেক্ষিক আর্দ্রতা সর্বোচ্চ ৮৫ শতাংশ।

Untitled design 49

উত্তরবঙ্গের আবহাওয়া : আজ আলিপুর আবহাওয়া দফতর সূত্রে খবর, চলতি সপ্তাহেই ভিজতে পারে উত্তরের পাঁচটি জেলা। আবহাওয়া দফতরের পূর্বাভাস উত্তরের ৫ জেলা দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার এবং কোচবিহারে বৃষ্টি নামবে সপ্তাহের শেষে।

বুধবার থেকেই বৃষ্টি নামবে দার্জিলিঙে। বিক্ষিপ্ত ভাবে ২-১ টি জায়গায় বজ্রবিদ্যুৎসহ বৃষ্টি হবে। জলপাইগুড়িতে টানা গরমের পর স্বস্তি মিলবে রবিবার নাগাদ। ভারী বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে মৌসম ভবন। কালিম্পংয়ে শনি-রবি বৃষ্টির পূর্বাভাস। আলিপুরদুয়ার ও কোচবিহারেও মিলবে তাপপ্রবাহ থেকে স্বস্তি। উত্তরবঙ্গের পার্বত্য দুই-তিন জেলা ছাড়া বাকি জেলাগুলিতে তাপপ্রবাহের মতো পরিস্থিতি। আপাতত বৃষ্টির কোন সম্ভাবনা নেই এই জেলাগুলিতে।

দক্ষিণবঙ্গের আবহাওয়া : এদিকে দক্ষিণবঙ্গের সবকটি জেলার আবহাওয়া শুকনো থাকবে। আগামী পাঁচদিন গাঙ্গেয় পশ্চিমবঙ্গের জেলাগুলির দিনের তাপমাত্রার বড় কোনও পরিবর্তনের সম্ভাবনা নেই বলে জানিয়েছে আবহাওয়া দফতর।
তবে, হাওয়া অফিস সতর্ক করে জানিয়েছে হয়েছে বৃহস্পতিবার ২০ এপ্রিল পর্যন্ত দক্ষিণবঙ্গের প্রায় সর্বত্র তাপপ্রবাহজনিত পরিস্থিতি তৈরির সম্ভাবনা রয়েছে। যে কারণে জেলাগুলিতে অরেঞ্জ অ্যালার্ট জারি করা হয়েছে।

আগামীকালের আবহাওয়া : বৃহস্পতিবার পর্যন্ত তাপপ্রবাহের সতর্কতা জারি রয়েছে। গরম ও অস্বস্তিকর আবহাওয়া থাকতে পারে শুক্রবার পর্যন্ত। এমনই আশঙ্কার কথা শোনালো আবহাওয়া দফতরর।শনিবার ২২ শে এপ্রিল আবহাওয়ার পরিবর্তন হতে পারে দক্ষিণবঙ্গে। প্রচণ্ড গরমের দাবদাহ থেকে কিছুটা মুক্তি পাওয়া যেতে পারে। তবে এখনই কালবৈশাখী বা ঝেঁপে বৃষ্টির আশা দেখাতে পারছে না আলিপুর আবহাওয়া দফতর।

Avatar
Sudipto

সম্পর্কিত খবর