আবহাওয়ার খবরঃ দু-তিন ঘন্টায় আসছে প্রবল বৃষ্টি

বাংলাহান্ট ডেস্কঃ আজ সকাল থেকেই আকাশের মুখ গোমড়া।  হয়েছে বিক্ষিপ্ত বৃষ্টিপাতও।আবহাওয়াবিদরা আগামী দু-তিন ঘন্টায় পূর্ব ও পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রামে বজ্রবিদ্যুৎ-সহ মাঝারি বৃষ্টির সর্তকতা জারি করেছেন। উত্তর বঙ্গের পাশাপাশি দক্ষিণবঙ্গের বাঁকুড়া, পুরুলিয়া, বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া, দুই বর্ধমান, হুগলি, হাওড়া,  দুই ২৪ পরগনাতেও বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পাশাপাশি বাংলাদেশ সংলগ্ন এলাকায় ঘূর্ণাবর্তের সম্ভাবনা রয়েছে বলেও জানিয়েছে হাওয়া অফিস।

বৃহস্পতি ও শুক্রবার দমকা ঝড়ো হাওয়া বওয়ার সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গে। বুধবার থেকেই শুরু হয়ে চলবে বৃহস্পতিবার থেকে শুক্রবার পর্যন্ত। দক্ষিণবঙ্গে ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়ার সম্ভাবনা রয়েছে। পাশাপাশি বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা প্রায় সব জেলাতে। ওড়িশাতেও দমকা হাওয়া এবং বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

rain 5aed6e831fe03 1554186749726

সোমবার সকালে শহরের সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৯.৯ ডিগ্রি সেলসিয়াস এবং গতকাল বিকেলে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩১.৯ ডিগ্রি সেলসিয়াস, যা ছিল স্বাভাবিক।আজ শহর কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ২১.২ ডিগ্রি । স্বাভাবিকের থেকে ১ ডিগ্রি বেশি। সোমবার বিকেলে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩১.৯ ডিগ্রি। যা স্বাভাবিক। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ ৪৫ থেকে ৯৬ শতাংশ। গত ২৪ ঘন্টায় কোনও বৃষ্টি হয়নি শহরে। হাল্কা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা উত্তরবঙ্গের  ৫ জেলায়।

বঙ্গোপসাগরে (Bay of Bengal) বিপরীত ঘূর্ণাবর্ত (Whirlwind) সৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। পশ্চিমী ঝঞ্ঝা ও পূবালি হাওয়ার সংঘাতের ফলে এবার বসন্তেই (Spring) শুরু হবে বৃষ্টি (Rain)। উত্তরবঙ্গের দার্জিলিং-সহ পাঁচ জেলা সহ দক্ষিণের নদিয়া (Nadia), মুর্শিদাবাদ (Murshidabad), বীরভূম-সহ বেশ কিছু জেলায় বিক্ষিপ্ত বৃষ্টি হবে। বাংলাদেশ (Bangladesh) ও সংলগ্ন গাঙ্গেয় পশ্চিমবঙ্গে ঘূর্ণাবর্ত সৃষ্টি হয়েছে। যার ফলে প্রচুর জলীয় বাষ্প ঢুকছে রাজ্যের বিভিন্ন অঞ্চলে। বিহার (Bihar), ঝাড়খন্ড-এও রয়েছে বৃষ্টির সম্ভাবনা।

সম্পর্কিত খবর