জানুন বিশ্বের প্রথম হায়েস্ট পেইড ভারতীয় সিইও সুন্দর পিচাইয়ের জীবনের অজানা পরিশ্রমের গল্প

বাংলাহান্ট ডেস্ক : চেন্নাইয়ের( Chennai) কৃচ্ছ সাধনকারী এই ছেলেটি এক কালে নতুন শার্ট কেনার আগেও অনেক চিন্তা করত, কারণ তার মনে হতো ওই টাকায় বই কিনে পড়াশুনার বিষয়বস্তুতে তাকে মন দিতে হবে। তার জীবনে পরিবারের পরে যদি কিছু থাকে তবে তা ছিল বই। বাবা চাকরি করতেন, তবে তার দু-রুমের ফ্ল্যাটে টিভি ছিল না, তাই ছাত্র অবস্থায় তিনি টিভিও দেখেননি। গাড়ি, অর্থ এসব ছিলো তার কাছে বিলাসিতা, আর চেন্নাইয়ের এই ছেলেটি হলেন বর্তমানের বিশ্বের সর্বাধিক বেতনের সিইও। গুগলের সিইও সুন্দর পিচাই(sundar pichai) সুন্দর ২০১৯ সালে মোট ২৮১ মিলিয়ন ডলার বেতন পেয়েছে। অর্থাৎ ভারতীয় মুদ্রায় প্রতিমাসে প্রায় দেড় কোটি টাকা।

IMG 20200513 WA0082

সুন্দর পিচাইয়ের পছন্দ

ফুটবল এবং ক্রিকেট পছন্দ করার পাশাপাশি সুন্দর পিচাই শচীন টেন্ডুলকার এবং রাহুল দ্রাবিড়ের ভক্ত। মার্কেটোয়াচের প্রতিবেদন অনুসারে পিচাই যখন গুগলের সিইও নির্বাচিত হয়েছিল তখন তাদের সেলারি প্রায় দুশো মিলিয়ন ডলার ছিল।

পিচাইয়ের ব্যক্তিগত জীবন

তিনি খুব স্বভাবসুলভ এবং সুন্দর প্রকৃতির সাথে স্বাচ্ছন্দ্যময়। খুব অল্প সময়ের মধ্যেই সুন্দর শিশু এবং শিক্ষার্থীদের সাথে মিশে যেতে পারে। ২০১৮ সালে গুগল সিইওর পদন্নতি হওয়ার পর পিচাইয়ের বেতন বাড়ে। ১৯৭২ সালে সুন্দর পিচাই চেন্নাইএ জন্মগ্রহণ করেন। ওনার আসল নাম পিচাই সুন্দ্রাজন, কিন্তু তার এই নাম সুন্দর পিচাই পরে নামকরণ হয়। তার ব্যাচলর ডিগ্রি আইটি, খড়গপুরে। সেখানে তিনি সিলভার মেডেলও পান । আমেরিকা যুক্তরাষ্ট্রের স্টেনফোর্ড ইউনিভার্সিটি থেকে এবং ওয়াটারন ইউনিভার্সিটি থেকে এমবিএও করেছেন পিচাই। পরে আবার পেনসিলওয়ানিয়া ইউনিভার্সটিটিতেও পড়াশোনা করেন।

প্রযুক্তি উন্নয়নে আইআইটি খড়গপুরের শিক্ষার্থীদের সাথেও যোগাযোগ করেন

২০০৪ সালে সুন্দর পিচাই গুগলে যোগদান করেছিলেন। সে সময় তিনি প্রোডাক্ট অ্যান্ড ইনোভেশন অফিসার ছিলেন। সুন্দর একজন সিনিয়র ভাইস প্রেসিডেন্ট (অ্যান্ড্রয়েড, ক্রোম এবং অ্যাপস বিভাগ) রয়েছেন। তারপরে তাকে গুগলের সিনিয়র ভিপি করা হয়। ২০০৮ সালে চালু হওয়া অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেম এবং গুগল ক্রোমের উন্নয়নে তাঁর প্রধান ভূমিকা রয়েছে।

সম্পর্কিত খবর