বিজ্ঞাপনে শ্রেণি বিদ্বেষের ইঙ্গিত, নেটিজেনের রোষের মুখে বিজেপি সাংসদ হেমা মালিনি

বাংলাহান্ট ডেস্ক: ফের নেটিজেনদের রোষের মুখে অভিনেত্রী তথা বিজেপি সাংসদ হেমা মালিনি (hema malini)। শ্রেণি বৈষম‍্যের ইঙ্গিত বাহক বিজ্ঞাপনে মুখ দেখানোর দায়ে তীব্র সমালোচনার মুখে পড়তে হয়েছে তাঁকে। ওই বিজ্ঞাপনের জন‍্য অভিযুক্ত সংস্থা ও হেমা দুজনেই ক্ষমাপ্রার্থনা করেছেন। সংস্থার বিরুদ্ধে নিজের ক্ষোভও উগরে দিয়েছেন অভিনেত্রী সাংসদ।
জল বিশুদ্ধকারক মেশিন প্রস্তুতকারী ওই সংস্থার সঙ্গে দীর্ঘদিন ধরে যুক্ত রয়েছেন হেমা। তিনি ওই সংস্থার ব্র‍্যান্ড অ্যাম্বাসাডর। সম্প্রতি ওই সংস্থারই আটা ও পাউরুটি মেকারের একটি বিজ্ঞাপনে দেখা যায় হেমাকে। বিজ্ঞাপনে লেখা, ‘আপনি কি নিজের পরিচারিকাকে দিয়ে আটা মাখান? তার হাত সংক্রামিত হতে পারে’।

images 2020 05 29T194841.414
এই বিজ্ঞাপন প্রকাশ‍্যে আসার পরেই শোরগোল শুরু হয় নেটদুনিয়ায়। নেটিজেনরা প্রশ্ন তুলতে থাকেন, এর অর্থ কি শুধুমাত্র নিম্ম শ্রেণির মানুষের শরীরেই করোনা থাকতে পারে? উর্দ্ধবিত্তদের শরীরে তা প্রবেশ করতে পারে না? এই বিজ্ঞাপনের মাধ‍্যমে শ্রেণি বিদ্বেষকে উস্কানি দেওয়া হচ্ছে বলেও মন্তব‍্য করেন অনেকে।

এরপরেই বিজ্ঞাপনটি তুলে নেয় ওই সংস্থা। সংস্থার তরফে ক্ষমাপ্রার্থনা করে বলা হয়, ‘আটা ও পাউরুটি মেকারের বিজ্ঞাপনটি কোনও শ্রেণির মানুষকে ছোট করার জন‍্য নয়। আমরা সব শ্রেণির মানুষকে সম্মান করি।’

টুইট করে ক্ষমা চান হেমা মালিনিও। উপরন্তু তিনি আরও বলেন ওই সংস্থার বিজ্ঞাপনের সঙ্গে তাঁর ব‍্যক্তিগত মতামতের কোনও সম্পর্ক নেই। তিনি সমাজের কোনও শ্রেণির মানুষকেই ছোট করে দেখেন না।

Avatar
Niranjana Nag

সম্পর্কিত খবর