‘ক্ষমতা থাকলে সরাসরি গ্রেফতার করুন’, হাজিরা এড়িয়ে ED-কেই পাল্টা চ্যালেঞ্জ হেমন্ত সোরেনের

বাংলা হান্ট ডেস্কঃ খনি দুর্নীতি এবং আর্থিক তছরূপের মামলায় সম্প্রতি ঝাড়খণ্ডের (Jharkhand) মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেনকে (Hemant Soren) জিজ্ঞাসাবাদের জন্য তলব করে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (Enforcement Directorate)। সেই তলব মাঝে হাজিরা দেননি ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী। একইসঙ্গে এবার ইডিকেই পাল্টা চ্যালেঞ্জ ছুড়ে বসলেন মুখ্যমন্ত্রী। এই ঘটনায় ইতিমধ্যে চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে গোটা রাজ্যে।

এদিন তদন্তকারী সংস্থাকে পাল্টা চ্যালেঞ্জ ছুড়ে দেন হেমন্ত সোরেন। তাঁর দাবি, “আমার বিরুদ্ধে যখন অভিযোগ রয়েছে, তখন সরাসরি গ্রেফতার করা হোক। আদিবাসী মুখ্যমন্ত্রীকে হেনস্থা করার যেভাবে ষড়যন্ত্র করা হয়ে চলেছে, তা অনুচিত।” একই সঙ্গে এদিন হাজিরা দেওয়ার বদলে দলীয় কর্মীদের সঙ্গে সাক্ষাৎ এবং আদিবাসীদের একটি অনুষ্ঠানেও যোগদান করার পরিকল্পনা নিয়েছেন ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেন।

তিনি বলেন, “যদি আমার বিরুদ্ধে কোনরকম অভিযোগ থেকে থাকে, যদি আমি দোষী হয়ে থাকি, তাহলে প্রশ্ন করা হচ্ছে কেন? যদি আপনাদের (ইডি) ক্ষমতা থাকে, তাহলে সরাসরি গ্রেফতার করুন। যেভাবে ঝাড়খণ্ড সরকারকে ফেলে দেওয়ার চক্রান্ত কষে চলেছে বিজেপি, তার জন্যই তদন্তকারী সংস্থাগুলিকে ব্যবহার করা হয়ে চলেছে। তবে আমি কাউকে ভয় পাই না।”

উল্লেখ্য, সম্প্রতি কংগ্রেসের সঙ্গে জোট করার মাধ্যমে ঝাড়খণ্ডে সরকার গঠন করেন হেমন্ত সোরেন। তবে এরপর থেকেই তাঁর বিরুদ্ধে একের পর এক অভিযোগ সামনে এসে চলেছে। এই সকল ইস্যুকে সামনে এনে এদিন ‘আদিবাসী’ প্রসঙ্গ তুলে ধরেন মুখ্যমন্ত্রী। তিনি বলেন, “আমার পূর্বপুরুষরা কখনো পরাজয় স্বীকার করতে শেখেনি। আমরা লড়াই করব আর তার সঙ্গে জয়লাভ করব। আসলে সরকার যেভাবে সাধারণ মানুষের জন্য কাজ করে চলেছে, তা বিরোধীরা কখনোই সহ্য করতে পারছে না। সেই কারণে তদন্তকারী সংস্থাকে দিয়ে আমাদের সরকারকে ফেলে দেওয়ার চক্রান্ত করে চলেছে।”

Untitled design 2022 09 05T141544.053

প্রসঙ্গত, সাম্প্রতিক সময়ে ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী এবং তাঁর দলের বিরুদ্ধে একাধিক চাঞ্চল্যকর অভিযোগ সামনে আসে। এমনকি পরবর্তীতে সরকার চালানো নিয়েও একাধিক প্রশ্নচিহ্নের সৃষ্টি হয়। এর কয়েকদিনের মধ্যে আবার পশ্চিমবঙ্গ থেকে ঝাড়খণ্ডের তিন কংগ্রেস বিধায়ককে বিপুল পরিমাণ টাকাসহ আটক করে পুলিশ। তবে এর মাঝেই এদিন ইডি হাজিরা এড়িয়ে তাদের পাল্টা চ্যালেঞ্জ ছুড়ে দেওয়ার মাধ্যমে বিতর্ক যে আরো বহুগুণে বৃদ্ধি করলেন হেমন্ত সোরেন, তা বলা বাহুল্য।

Avatar
Sayan Das

সম্পর্কিত খবর