খুন হয়েছে মুরগি, অভিযোগ পাওয়ার পর ময়না তদন্ত শুরু করেছে পুলিশ

বাংলা হান্ট ডেস্ক : শিরোনাম দেখে চমকে ওঠার মতোই কথা, মানুষ নয় মুরগি? তাও আবার ময়না তদন্ত। সাধারণত পথে ঘাটেই দুর্ঘটনায় কত মুরগির মৃত্যু হয় যদিও সে সব খেয়াল রেখেও রাখি না কিন্তু মুরগির খুন তার জন্য ময়না তদন্ত এ যেন নেহাতই হাস্যকর ব্যাপার কিন্তু এমনই কাণ্ড ঘটেছে জলপাইগুড়ির কোতোয়ালি থানা এলাকার ধাপ গঞ্জে।

এখানকার বাসিন্দা আমিনুল ইসলাম ও মনসুরা বেগম। জলপাইগুড়ি কোতোয়ালি থানায় ওই দম্পতি তাঁদের প্রতিবেশী মুরগিদের বিষ খাইয়ে মেরে ফেলেছে বলে অভিযোগ তুলেছেন। ওই দম্পতির অভিযোগ পাওয়ার পর ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। তাঁরা অভিযোগ জানিয়েছেন, তাঁদের দশটি মুরগি নাকি প্রতিবেশী ইমাজ্জিন আলীর লঙ্কা খেতে ঢুকে পড়েছিল,এর পর ওই ব্যক্তি তাঁদের মুড়ি ও ভাতের সঙ্গে বিষ খাইয়ে মেরে ফেলেছে।10911460 0 image a 24 1552437538112

দশটির মধ্যে আটটি মুরগি মারা যায়।কিন্তু কেন মুরগিগুলো মারা হলেও এই প্রশ্ন তুলতেই ওই দম্পতির উপরে চড়াও হয়েছেন ইমাজিন। এমনকি ওই প্রতিবেশীর বিরুদ্ধে মনসুরা বেগম শ্লীলতাহানির অভিযোগ এনেছেন। তাই প্রথমেই মরা মুরগিগুলো নিয়ে জলপাইগুড়ি আদালতে যান এবং সেখান থেকে কোতোয়ালি থানায় এসে অভিযোগ দায়ের করেছেন তাঁরা।

জানা গিয়েছে মুরগি গুলিকে খুন করার অপরাধ প্রমাণিত হলে ওই ব্যক্তির বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির 429 নম্বর ধারায় মামলা রুজু করা হবে। এবং যদি অভিযোগ প্রমাণিত হয় সে ক্ষেত্রে জেল বা জরিমানা দুটোই হতে পারে।বিষয়টি অত্যন্ত হাস্যকর মনে হলেও কোনো প্রাণীর ময়না তদন্তের অভিযোগ দায়ের করার আইন রয়েছে ভারতে এবং সেই আইন যদি পুলিশ গ্রাহ্য করে সে ক্ষেত্রে শাস্তিও হতে পারে।

সম্পর্কিত খবর