প্রবল তাপপ্রবাহের সতর্কতা পশ্চিমবঙ্গ জুড়ে! আগামী ৫ দিন তীব্র গরমে জ্বলবে শরীর, আবহাওয়ার খবর

বাংলা হান্ট ডেস্ক : চৈত্রের গরমে পুড়ছে কলকাতা-সহ রাজ্যের একাধিক জেলা। দেখা নেই বৃষ্টির। সকাল হতে না হতেই কাঠফাঠা রোদ। বেলা গড়ালে একেবারে প্যাচপ্যাচে অবস্থা। আলিপুর আবহাওয়া দফতরের (Alipore Weather Office) পূর্বাভাস, আরও গরম বাড়বে কলকাতা-সহ দক্ষিণবঙ্গে। আগামী সপ্তাহে কলকাতায় (Kolkata) সর্বোচ্চ তাপমাত্রা ৪০ ডিগ্রি টপকাতে পারে। সেই সঙ্গে পশ্চিমের জেলাগুলিতে কোথাও কোথাও তাপপ্রবাহের পরিস্থিতি তৈরির সম্ভাবনা রয়েছে।

এক নজরে আজকের আবহাওয়া :

সর্বোচ্চ তাপমাত্রা : ৩৯.৩°সেলসিয়াস
সর্বনিম্ন তাপমাত্রা : ২৯.১° সেলসিয়াস
আর্দ্রতা : ৯২%
বাতাস : ১১ কিমি/ঘন্টা
মেঘে ঢাকা : ৬৪%

কলকাতার আবহাওয়া : রবিবার সকালে সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৭ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের তুলনায় ২ ডিগ্রি সেলসিয়াস বেশি। গতকাল বিকেলে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৬.৪ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের চেয়ে এক ডিগ্রি বেশি তাপমাত্রা। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ ৩১ থেকে ৮৭ শতাংশ। আগামী ২৪ ঘণ্টায় কলকাতা শহরে তাপমাত্রা থাকবে ২৮ থেকে ৩৭ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে।

weather 9

উত্তরবঙ্গের আবহাওয়া : উত্তরবঙ্গেও বৃষ্টির সম্ভাবনা কম। ক্রমশ বাড়বে তাপমাত্রা। উত্তরবঙ্গের মালদহ ও দক্ষিণ দিনাজপুরে তাপপ্রবাহের আশঙ্কা করছেন আবহাওয়াবিদরা।

দক্ষিণবঙ্গের আবহাওয়া : দক্ষিণবঙ্গে আগামী কয়েকদিন বৃষ্টির কোনও সম্ভাবনা নেই। গরম ও শুকনো আবহাওয়া থাকবে। পশ্চিমের রাজ্যগুলির মতো শুকনো গরম হাওয়া দেবে। ১৫ এপ্রিলের মধ্যে বেশ কয়েকটি জেলায় ৪০ ডিগ্রি ছাড়িয়ে যাবে পারদ। এই গরমে শরীরে জ্বলুনি ভাব আসতে পারে।

আগামীকাল আবহাওয়া : ১০ থেকে ১৫ এপ্রিল পর্যন্ত দক্ষিণবঙ্গের পশ্চিমের জেলা-সহ উপকূল সংলগ্ন গাঙ্গেয় পশ্চিমবঙ্গে এবং উত্তরবঙ্গের মালদহ ও দক্ষিণ দিনাজপুরে তাপমাত্রা বাড়বে। বৃহস্পতিবার থেকে শনিবার তাপপ্রবাহের আশঙ্কা করছেন আবহাওয়াবিদরা।

Avatar
Sudipto

সম্পর্কিত খবর