হাইকোর্টে বড় ধাক্কা খেলেন মুকুল রায়, খারিজ হল অসুস্থতার তত্ত্ব

বাংলা হান্ট ডেস্কঃ এবার মুকুল রায়ের অস্বস্তি বাড়ালো কলকাতা হাইকোর্ট। পিএসি চেয়ারম্যান হিসেবে মুকুল রায়কে নিয়োগ করা নিয়ে ইতিমধ্যেই বিতর্ক কম হয়নি। একদিকে যেমন এই বিষয়ে কলকাতা হাইকোর্টে মামলা করেছে বিজেপি, তেমনি রাজ্যপালকেও চিঠি লিখেছে তারা। অন্যদিকে আবার রাজ্যপালও চিঠি লিখেছেন বিধানসভার স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়ের কাছে। সেখানে তিনি এও প্রশ্ন তোলেন, মুকুল রায় পিএসি চেয়ারম্যান কেন?

যা নিয়ে জবাব দিয়েছিলেন বিমানবাবুও। তিনি পরিষ্কার জানিয়ে ছিলেন, পিএসি নিয়ে চিঠি-চাপাঠি দিয়ে বিধানসভার গরিমা নষ্ট করছেন রাজ্যপাল। অন্যদিকে নিজের পদমর্যাদার গরিমাও নষ্ট করছেন তিনি। তবে এবার কার্যত আদালতে অস্বস্তি বাড়লো মুকুল রায়ের। খারিজ হয়ে গেল মুকুল রায়ের অসুস্থতার তত্ত্ব। মুকুল রায়ের আইনজীবী কিশোরী দত্ত আজ আদালতকে জানান, মুকুলবাবু অসুস্থ। তাকে দুই সপ্তাহ সময় দেওয়া হোক। কিন্তু অন্যদিকে বিজেপি বিধায়িকা অম্বিকা রায় প্রশ্ন তোলেন, মুকুলবাবু তো সংবাদমাধ্যমে প্রতিক্রিয়া দিচ্ছেন, তাহলে তিনি আদালতে হাজির হচ্ছেন না কেন?

দুপক্ষের কথাবার্তা শুনে বিচারপতি রাজেশ বিন্দালের বেঞ্চ নির্দেশ দিয়েছে, অসুস্থতার তত্ত্ব শোনা হবে না আগামী ১০ সেপ্টেম্বর পরের শুনানিতে হাজির থাকতে হবে মুকুলবাবুকে। যদিও কিশোরী দত্ত আর্জি জানিয়ে ছিলেন, অন্তত দুই সপ্তাহ সময় দেওয়া হোক সেটা বেশি কিছু নয়। কিন্তু সেই আর্জি খারিজ করে দিয়েছে আদালত। প্রসঙ্গত উল্লেখ্য, কৃষ্ণনগর থেকে বিজেপির ভোটের জিতলেও জুন মাসে তৃণমূলে যোগদান করেন মুকুল রায়।

Untitled design 2021 06 13T154856.309

তারপর থেকেই তার বিরুদ্ধে দলত্যাগ বিরোধী আইন প্রয়োগ করতে মরিয়া বিজেপি। এরই মাঝে মুকুল পাবলিক অ্যাকাউন্টস কমিটির চেয়ারম্যান হওয়ায় বিরোধ আরও বেড়েছে। কারণ এই পদ সাধারণত প্রাপ্য বিরোধীদলের কোন বিধায়কের। কিন্তু মুকুল এখন শাসকদলের প্রতিনিধি। তাহলে তিনি কিভাবে পিএসি চেয়ারম্যান হিসেবে বসবেন? এই নিয়ে প্রশ্ন তুলে আদালতের দ্বারস্থ হয়েছিল বিজেপি। আর সেই মামলাতেই অস্বস্তি বাড়লো মুকুলবাবুর।

 

Avatar
Abhirup Das

সম্পর্কিত খবর