IPL-এ এক ইনিংসে সবচেয়ে বেশি রান করেছেন এই পাঁচ ভারতীয়! তালিকায় ১ কিংবদন্তি

বাংলা হান্ট নিউজ ডেস্কঃ আইপিএলের মঞ্চে সবচেয়ে বড় স্কোর করার দিক দিয়ে বিদেশীরা একটু এগিয়ে রয়েছেন এই ব্যাপারটা অস্বীকার করার জায়গা নেই। আইপিএলের ইতিহাসে সবচেয়ে বড় যে চারটি ব্যক্তিগত স্কোর রয়েছে সেই দুটি ক্রিস গেইল (১৭৫*), ব্র্যান্ডন ম্যাককালাম (১৫৮*), কুইন্টন ডি কক (১৪০*), এবি ডিভিলিয়ার্সের (১৩৩*) মতো বিদেশিদের নামে রয়েছে। তবে ভারতীয়রা যে খুব পিছিয়ে রয়েছেন তা নয়। আজকের এই প্রতিবেদনে ভারতীয়দের খেলা সবচেয়ে বড় ব্যক্তিগত রানের ইনিংসগুলি সম্পর্কে আলোচনা করা হলো।

sehwag kxip

৫. বীরেন্দ্র সেওবাগ (১২২): বিশ্বের সবচেয়ে বিধ্বংসী ক্রিকেটারদের মধ্যে একজন, নওয়াব অফ নজফগড় ২০১৪ সালে চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে নিজের সেরা আইপিএল ইনিংসটি খেলেছিলেন। মহেন্দ্র সিংহ ধোনি অনেক চেষ্টা করেও তাকে আটকাতে পারেননি। ওই মরশুমে খুব একটা ভালো ছন্দে ছিলেন না সেওবাগ। গুরুত্বপূর্ণ ওই সেমিফাইনালের আগে তার পুত্র তাকে বলেছিলেন যে বাবার শ্রেষ্ঠত্ব নিয়ে তার মনে প্রশ্ন উঠে গিয়েছে। সেওবাগ কথা দিয়েছিলেন তিনি নিজের জাত চেনাবেন ম্যাচে। তার সেই অসাধারণ ইনিংসে ভর করে আইপিএলের ফাইনালে পৌঁছেছিল কিংস ইলেভেন পাঞ্জাব।

jaiswal 98

৪. যশস্বী জয়সওয়াল (১২৪*): এই মুহূর্তে আইপিএলের সেরা তরুন তারকাদের মধ্যে একজন। আইপিএল ২০২৩-এ তিনি নিজের প্রতিভাকে পূর্ণমাত্রায় বিকশিত করেছেন। মুম্বাই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে তার এই ইনিংসটি আইপিএলের তরুণ খেলোয়াড়দের খেলা সেরা ইনিংসগুলির মধ্যে একটি হিসেবে গণ্য হবে। জয়সওয়ালের এই ইনিংসটি তাকে রাতাগাতি তারকায় পরিণত করেছিল। দুর্ভাগ্যের ব্যাপার, এই অসাধারণ ব্যাটিং তার দলকে ম্যাচে জয় এনে দিতে পারেনি।

murali vijay ton

৩. মুরলি বিজয় (১২৭): আইপিএলে নিজের কেরিয়ারের বেশিরভাগ সময়টা তিনি একজন ওপেনার হিসেবে খেলেছেন। তবে ২০১০ সালে নিজের আইপিএল কেরিয়ারের সেরা এই ইনিংস টি তিনি খেলেছিলেন একজন মিডল অর্ডার ব্যাটার হিসেবে। তার এই বিধ্বংসী ইনিংসের ওপর ভর করে ২৪৬ রান স্কোরবোর্ডে তুলেছিল সিএসকে যেটা তৎকালীন সময়ে আইপিএলের সর্বোচ্চ স্কোর ছিল। ২৩ রানের ব্যবধানে ম্যাচ জিতেছিল সিএসকে ।

pant 128

২. রিশভ পন্থ (১২৮*): ২০১৮ সালে ভুবনেশ্বর কুমার, রশিদ খান, সাকিব আল হাসান সমৃদ্ধ সানরাইজার্স হায়দরাবাদ বোলিংকে পিটিয়ে এই স্কোর করেছিলেন রিশভ পন্থ। তার এই ব্যাটিং বার্তা দিয়েছিল যে ভবিষ্যতে ভারতীয় ক্রিকেটের অন্যতম বড় তারকায় পরিণত হবেন তিনি। তবে দুঃখের ব্যাপার উল্টো দিক থেকে এক ফোঁটা ও সাহায্য পান নেই রিশভ। সেই ম্যাচে ধাওয়ান এবং উইলিয়ামসনের দুর্দান্ত ব্যাটিংয়ে ভর করে জয় তুলে নিয়েছিল হায়দরাবাদ।

kl rahul ipl 2020

১. লোকেশ রাহুল (১৩২*): বর্তমানে সময় একটু খারাপ চললেও লোকেশ রাহুল এক সময় ভারতীয় ক্রিকেটের সবচেয়ে বড় তারকা হয়ে ওঠার পথে হাঁটছিলেন। ২০২০ সালের করোনা বিধ্বস্ত আইপিএলের দ্বিতীয় ভাগে তিনি আরসিবির বিরুদ্ধে মারাত্মক আগ্রাসি ব্যাটিং করে কোন ভারতীয় ক্রিকেটের আইপিএলে গড়া সবচেয়ে বড় রানের ইনিংসটি খেলেন। তার দল কিংস ইলেভেন পাঞ্জাবও জয়পায় ৯৭ রানের ব্যবধানে।

 

Avatar
Reetabrata Deb

সম্পর্কিত খবর