ইনিই হলেন ভারতের সর্বোচ্চ বেতন প্রাপ্ত CEO, ওনার মাইনে চমকে দেওয়ার মতন! পান কোটি টাকার প্যাকেজ

বাংলাহান্ট ডেস্ক : সি বিজয় কুমার (C Vijayakumar)। পেশায় তিনি টেক জায়ান্ট এইচসিএল টেকনোলজিস লিমিটেডের (HCL Technologies) চিফ এগজিকিউটিভ অফিসার (Chief executive officer)। প্রাথমিকভাবে, তাকে আর পাঁচজন চাকুরিজীবির মত মনে হলেও তিনি কিন্তু ব্যতিক্রম। তার ব্যতিক্রমী হয়ে ওঠার মূল কারণটাই হল তার বর্তমান স্যালারি প্যাকেজ। সম্প্রতি এইচসিএল টেক প্রকাশিত বার্ষিক প্রতিবেদনে জানানো হয়েছে যে, গত বছর তাদের প্রধান নির্বাহী কর্মকর্তা অর্থাৎ সিইও সি বিজয়কুমারকে পারিশ্রমিক হিসেবে দেওয়া হয়েছে 123.13 কোটি টাকা। আর সেই কারণেই ভারতের (India) সফটওয়্যার কোম্পানিগুলির মধ্যে সব চেয়ে বেশি বেতনের চাকুরিজীবী হিসেবে নজর কেড়েছেন তিনি।

বার্ষিক প্রতিবেদনে সংস্থাটি জানিয়েছে, “সি বিজয়কুমার কোম্পানির কাছ থেকে কোনো পারিশ্রমিক পাননি। তবে, তিনি HCL America Inc. থেকে ‘এলটিআই’ বা ‘লং-টার্ম ইনসেনটিভ’ হিসেবে USD 16.52 মিলিয়ন (প্রায় 123000000 টাকা) একটি পারিশ্রমিক পেয়েছেন।

প্রতিবেদনে বিস্তারিত বলা হয়েছে যে, বিজয়কুমারকে মূল বেতন হিসেবে 2 মিলিয়ন ডলার (প্রায় 16 কোটি টাকা) এবং পরিবর্তনশীল বেতন হিসাবে 2 মিলিয়ন ডলার (প্রায় 16 কোটি টাকা) দেওয়া হয়েছে। এইচসিএল জানিয়েছে যে, 12.50 মিলিয়ন ডলারের এলটিআইয়ের জন্য তার মোট বেতন ছুঁয়েছে 16.52 মিলিয়ন ডলারে।

jpg 20220727 173728 0000

প্রসঙ্গত উল্লেখ্য, 2016 সাল থেকেই টেক জায়ান্ট এইচসিএল টেকনোলজিস লিমিটেডের চিফ এগজিকিউটিভ অফিসার হিসেবে সি. বিজয়কুমার কর্মরত। কোম্পানির 12 সদস্যের বোর্ড সদস্যদের মধ্যে অন্তর্ভুক্ত না হলেও এইচসিএল-এর প্রতিষ্ঠাতা শিব নাদার তাঁর পদ থেকে সরে গেলে বিজয়কুমারের সামনে কোম্পানির ম্যানেজিং ডিরেক্টর হওয়ার সুযোগ ঘটে।

Avatar
Soumita

আমি সৌমিতা। বিগত ৩ বছর ধরে কর্মরত ডিজিটাল সংবাদমাধ্যমে। রাজনীতি থেকে শুরু করে ভ্রমণ, ভাইরাল তথ্য থেকে শুরু করে বিনোদন, পাঠকের কাছে নির্ভুল খবর পৌঁছে দেওয়াই আমার একমাত্র লক্ষ্য।

সম্পর্কিত খবর