ভারতীয় ক্রিকেটারদের মধ্যে ডেথ ওভারে সবচেয়ে ভয়ঙ্কর এই ৩ ব্যাটার! হাঁটু কাঁপান বিপক্ষের

বাংলা হান্ট নিউজ ডেস্কঃ ভারতীয় দল (Indian Cricket Team) এই মুহূর্তে বিশ্ব ক্রিকেটের সবচেয়ে শক্তিশালী দলগুলির মধ্যে একটি। তারা যে কোনও প্রতিপক্ষের চোখে চোখ রেখে যে কোনও পরিস্থিতিতে লড়াই করতে পারেন। আত্মবিশ্বাস বর্তমান ভারতীয় দলে অনেকেই অত্যন্ত উচ্চ স্তরের। ফলে তাদেরকে আটকানো মুশকিল হয়ে পড়ে।

এই প্রতিবেদনে আমরা এমন ৩ অবসর না নেওয়া ক্রিকেটার সম্পর্কে আলোচনা করতে চলেছি, যারা ব্যাট হাতে ডেথ ওভারে ভয়ঙ্কর হয়ে ওঠেন। কোনওভাবেই তাদেরকে রোখা সম্ভব হয় না। তালিকায় যে ৩ জনের নাম আলোচিত হবেন তাদের দেখে আপনারা অবাক হবেন।

hardik pakistan

৩. হার্দিক পান্ডিয়া: তিনি যে এই তালিকায় থাকবেন, তা নিয়ে আশ্চর্য হওয়ার কিছু নেই। আশ্চর্যের ব্যাপার এটাই যে তিনি এই তালিকায় শীর্ষে না থেকে তৃতীয় স্থানে আছেন। ওডিআই ফরম্যাটে শেষ ১০ ওভারে গড়ে ১৪১.৬৩ স্ট্রাইক রেটে ব্যাটিং করেন তিনি।

kohli

২. বিরাট কোহলি: শেষ অবধি ক্রিজে টিকে থাকা বিরাট যে কতটা ভয়ঙ্কর, তা আপনারা সকলেই জানেন। তিনি এই তালিকায় দ্বিতীয় স্থানে আছেন। ওডিআই ফরম্যাটে শেষ ১০ ওভারে গড়ে ১৫২.৩৭ স্ট্রাইক রেটে ব্যাটিং করেন তিনি।

rohit sharma the odi cricket phenomenon 1

১. রোহিত শর্মা: বর্তমানে ভারতের অধিনায়ক রোহিত শর্মার মতো ভয়ঙ্কর ব্যাটার খুব কম আছেন। তিনি ডেথ ওভার অবধি পৌঁছে গেলে তার থেকে মারাত্মক হিটার গোটা বিশ্বে কেউ নয়। শেষ ১০ ওভারে ১৫৩.১০ স্ট্রাইক রেটে ব্যাটিং করেন তিনি।

 

Avatar
Reetabrata Deb

সম্পর্কিত খবর