নবজাতককে আশীর্বাদ করে ১ লক্ষ টাকার উপরে দাবি বৃহন্নলাদের! না দেওয়ায় হাওড়ায় চলল তাণ্ডব

বাংলা হান্ট ডেস্কঃ হাওড়ার এক অভিজাত আবাসনে সম্প্রতি বৃহন্নলাদের দাপট দেখা দিলো। অভিযোগ, আবাসনটিতে এক দম্পতির ঘরে জন্ম নেওয়া সন্তানকে আশীর্বাদ করার পরমুহূর্তেই তাদের কাছে 1 লক্ষ 25 হাজার টাকা দাবি করে বৃহন্নলাদের দল আর সেই টাকা দিতে অস্বীকার করলেই আবাসনের ভিতর উত্তেজনামূলক পরিস্থিতির সৃষ্টি করে তারা। বর্তমানে পুলিশের খবর দেওয়ার পর তদন্ত শুরু করা হয়েছে।

ঘটনার কেন্দ্রস্থল হাওড়া ব্যাঁটরা থানা সংলগ্ন দেশপ্রাণ শাসমল রোড। সেখানকার একটি অভিজাত আবাসনে বসবাস করেন অরিন্দম দাস এবং সুদীপ্তা দাস নামের এক দম্পতি। সদ্যই তাদের পরিবারে এক সন্তান জন্ম নেয় আর সেই খবর পেতেই ঘটনাস্থলে এসে হাজির হয় বেশ কয়েকজন বৃহন্নলা। দম্পতির অভিযোগ, ফ্ল্যাটে হাজির হয়ে তারা সন্তানকে আশীর্বাদ করতে চায় এবং একবার আশীর্বাদ করা হয়ে গেলে পরবর্তীতে তারা দম্পতির কাছ থেকে 1 লক্ষ 25 হাজার টাকা চেয়ে বসে। স্বভাবতই এই দাবি শুনে প্রথমে হতচকিত হয়ে যায় অরিন্দম বাবু এবং তাদের দাবি অস্বীকার করার পরই বাধে বিপত্তি!

টাকা না পাওয়ার কারণে সেখানে বসেই উত্তেজনার সৃষ্টি করে তারা। এমনকি দম্পতির উদ্দেশ্যে কটু ভাষায় আক্রমণ করারও অভিযোগ উঠেছে। রীতিমতো পরিস্থিতি হাতের বাইরে বেরিয়ে যাচ্ছে দেখেই এরপর স্থানীয় থানায় ফোন করে বসেন অরিন্দমবাবু। সূত্রের খবর, পুলিশের নাম শুনে ঘটনাস্থল থেকে পালায় বৃহন্নলাদের দল। তবে যাওয়ার আগে তারা দম্পতির কাছ থেকে 5 হাজার টাকা নিয়ে যায় বলে খবর।

অরিন্দম বাবু জানান, “আমাদের সন্তানকে আশীর্বাদ করার পরেই বৃহন্নলাদের দল বিপুল পরিমাণ অর্থ চেয়ে বসে। আমি তা দিতে অস্বীকার করায় আমাদের অশ্রাব্য ভাষায় গালিগালাজ শুরু করা হয়; এরপর পুলিশে ফোন করলে তারা সেই মুহূর্তে 5000 টাকা নিয়ে ফ্ল্যাট ছাড়ে এবং পরবর্তীকালে এসে বাকি টাকা নিয়ে যাবে বলে আমাদের হুমকিও দেয়।”

পুলিশ সূত্রে খবর, অরিন্দম বাবুর কাছ থেকে অভিযোগ পাওয়ার পরেই দ্রুত তারা ঘটনাস্থলে এসে হাজির হয় এবং বর্তমানে সিসিটিভি ফুটেজের মাধ্যমে বৃহন্নলাদের দলটিকে খুঁজে বের করার চেষ্টায় রয়েছে তারা।

Avatar
Sayan Das

সম্পর্কিত খবর