‘মেয়েরা স্কুলে পড়তে পারবে না, পুরুষরা ২-৩টে বিয়ে করবে” মুসলিম বহুবিবাহ নিয়ে হুঁশিয়ারি হিমন্তর

বাংলাহান্ট ডেস্ক : অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা মাঝে মাঝেই তাঁর বক্তব্যের জন্য বিতর্কের ঝড় তোলেন। বিরোধীদের অনেকেই অভিযোগ করেন দলের হয়ে মন্তব্য করতে গিয়ে তিনি মুখ্যমন্ত্রীর ভূমিকা থেকেও বিজেপির নেতা হিসেবে অবতীর্ণ হন বেশিরভাগ সময়ে। এবার অসমের মুখ্যমন্ত্রী ফের একবার মুসলিমদের বিয়ে নিয়ে মন্তব্য করে বসলেন। তিনি বলেন, মুসলিমদের একাধিক বিয়ে ও বহু সন্তানের বিপক্ষে তাঁর দল।

দু’দিন আগে ঘটনার সূত্রপাত। এ আই ডি ইউ এফ প্রধান বদরুদ্দিন আজমল বলেছিলেন, ২০ থেকে ২৫ টি সন্তানের জন্ম দিতে পারে একজন মহিলা। তাই জনসংখ্যা বৃদ্ধি করার জন্য হিন্দুরাও মুসলিমদের পন্থা মেনে কম বয়সী মেয়ে বিয়ে করুক। বদরুদ্দিনের এই নিদান সৃষ্টি করে বিতর্কের। বিতর্ক তৈরি হওয়ার পাশাপাশি দেশের রাজনীতিতেও কার্যত শোরগোল পড়ে গিয়েছে।

বদরুদ্দিনের কথার পাল্টা জবাব দিতে গিয়ে হিমন্ত বলেন, “স্বাধীন ভারতবর্ষে তিন- চারটে করে বিয়ে করার অধিকার নেই কোনও পুরুষের। এই সিস্টেমকে বদলাতে চাই আমরা। মুসলিম মহিলাদের প্রতি এই অবিচার দূর করার জন্য কাজ করে যাব আমরা। তাই আমরা মনে করি, হিন্দু পরিবার থেকে অসমে যদি কেউ ডাক্তার হন, তাহলে মুসলিম পরিবার থেকেও হওয়া উচিত। এরকম অনেকেই ভাবেন না। অনেকেই আছেন মুসলিম ভোট হারানোর ভয় পান।” হিমন্ত এও বলেন যে, তিনি সেই ব্যবস্থার বিরুদ্ধে যেখানে মুসলিম মেয়েরা স্কুলে পড়তে পারবে না এবং মুসলিম পুরুষরা ২-৩ জন মহিলাকে বিয়ে করবে।

একই সাথে বদরুদ্দিন আজমল এর প্রসঙ্গ টেনে বিশ্বকর্মা বলেন, বদরুদ্দিন আজমলের মতো নেতারা অসমে রয়েছেন। তাঁরা বলেন, যত বেশি সম্ভব মহিলাদের সন্তান জন্ম দেওয়া উচিত, চাষের উর্বর জমি যেন মহিলারা। সন্তান জন্ম দেওয়ার সাথে চাষ করার কোন তুলনা হয় না। হিন্দু মহিলারা ২০-২৫টি সন্তানের জন্ম দেবে। কিন্তু তাদের খাওয়ানো ও শিক্ষার ব্যবস্থা করতে হবে আজমলকে।

Avatar
Soumita

আমি সৌমিতা। বিগত ৩ বছর ধরে কর্মরত ডিজিটাল সংবাদমাধ্যমে। রাজনীতি থেকে শুরু করে ভ্রমণ, ভাইরাল তথ্য থেকে শুরু করে বিনোদন, পাঠকের কাছে নির্ভুল খবর পৌঁছে দেওয়াই আমার একমাত্র লক্ষ্য।

সম্পর্কিত খবর