‘ওরা মন্দিরের জমি দখল করে ছিল, জবাব দেওয়া হয়েছে’, অসম পুলিশকে সমর্থন করলেন মুখ্যমন্ত্রী

বাংলাহান্ট ডেস্কঃ পুলিশের পক্ষেই থাকলেন অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা (Himanta Biswa Sarma)। অসমের দরং জেলায় ‘অবৈধ দখলদার’ উচ্ছেদের বিষয়ে পুলিশের সঙ্গে বিক্ষোভকারীদের সংঘর্ষে, পুলিশকেই সমর্থন করলেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা।

বিষয়টা হল, ১৯৮৩ সাল থেকে অসমের দরং জেলার ঢোলপুর ৩ নম্বর এলাকায় ৮৫০০ বিঘা সরকারি জমি নিয়ে এলাকাবাসীর মধ্যে একটা সমস্যা চলছিল। গত বৃহস্পতিবার এই জমি দখলদারদের হাত থেকে মুক্ত করতে, লড়াইয়ের ময়দানে নামে পুলিশবাহিনী। জোর সংঘর্ষ হয় এলাকাবাসীর সঙ্গে।

এই সংঘর্ষের কিছু ভিডিও ভাইরাল হয় স‍্যোশাল মিডিয়ায়, যা নিয়ে তোলপাড় শুরু হয় গোটা দেশে। দেখা যায়, স্থানীয়রা ধারালো অস্ত্র নিয়ে পুলিশদের দিকে তেড়ে এলে, কাঁদানে গ্যাস ও রাবার বুলেট ছুঁড়ে পাল্টা আঘাত করে পুলিশ। এরই মধ্যে দেখা যায়, এক ব‍্যক্তি মাটিতে পড়ে যাওয়ার পর তাঁর উপর লাফাচ্ছেন এক চিত্রগ্রাহক এবং লাঠি চালাচ্ছে পুলিশ।

এই ভিডিও শোরগোল ফেলে দিয়েছে। এই ঘটনায় বিচারবিভাগীয় তদন্তের নির্দেশ দিয়ে মুখ্যমন্ত্রী বলেন, ‘এই ঘটনায় ১১ জন পুলিশ আহত হয়েছেন।তবে সেখানে কিভাবে একজন ক‍্যামেরাম‍্যান গেলেন, তা নিয়ে তদন্ত করে দেখা হচ্ছে’।

তবে এই সংঘর্ষের বিষয়ে পুলিশদের সমর্থন করে মুখ্যমন্ত্রী বলেন, ‘এই উচ্ছেদের ঘটনা রাতারাতি হয়নি, ৪ মাস ধরে আলোচনা করা হয়েছে। মনে হয় কেউ ওদের উস্কাচ্ছে, আর তাই ওরা হামলা করেছে। ভূমিহারাদের জমি দেব, আবার পুলিশের কেউ জড়িত থাকলে, তার বিরুদ্ধে ব‍্যবস্থাও নেব। ৩০ সেকেন্ডের ওই ভিডিও দেখে সবটা বিচার করবেন না। ২-৩ হাজার লোক ওখানে মন্দিরের জমি দখল করে রয়েছে। ২৭ হাজার একর জমি ঠিক কাজে ব‍্যবহার করতে হবে’।

Avatar
Smita Hari

সম্পর্কিত খবর