মাঝ রাতে আচমকাই হাসপাতালে হাজির অসমের মুখ্যমন্ত্রী, সিসিটিভিতে খতিয়ে দেখলেন চিকিৎসা ব্যবস্থা

বাংলাহান্ট ডেস্কঃ করোনার দ্বিতীয় ধাক্কায় কার্যত মুষড়ে পড়েছে গোটা দেশ। চিকিৎসা ব্যবস্থায় নানারকম সংকট দেখা দেওয়ায় ভারতের পাশে দাঁড়িয়েছে প্রতিবেশি থেকে বন্ধু দেশও। এই পরিস্থিতিতে সরকারি ব্যবস্থাপনা খতিয়ে দেখতে শনিবার রাত আড়াইটের সময়ে গুয়াহাটি মেডিকেল কলেজ এবং হাসপাতালে পরিদর্শনে গেলেন অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা (Himanta Biswa Sarma)। আচমকাই সেখানে গিয়ে সিসিটিভি ক্যামেরার মাধ্যমে খতিয়ে দেখলেন হাসপাতালের চিকিৎসা পরিষেবার কাজ।

দেশজুড়ে বাড়তে থাকা করোনা পরিস্থিতিতে আচমকাই মাঝ রাতে হাসপাতাল পরিদর্শনে গেলেন অসমের মুখ্যমন্ত্রী। হাসপাতালে গিয়ে সিসিটিভি ক্যামেরার মাধ্যমে স্বাস্থ্য পরিকাঠামোর দেখা শোনাও করেন তিনি। পরবর্তীতে একথা ট্যুইটে নিজেই জানান মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা।

তিনি জানান, ‘শনিবার রাত আড়াইটের সময় আমি গুয়াহাটি মেডিকেল কলেজ এবং হাসপাতালে পরিদর্শনে গিয়েছিলাম। এই পরিস্থিতিতে গুরুতর অবস্থায় থাকা রোগীর চিকিৎসা করা খুবই চ্যালেঞ্জিং বিষয়। আমি হাসপাতালে কর্মরত চিকিৎসক, নার্সদের অসংখ্য ধন্যবাদ জানাব’।

ট্যুইটে মুখ্যমন্ত্রী আরও জানান, ‘এখানে অক্সিজেন এবং সরকারি হাসপাতালগুলিতে বেডের কোন সমস্যা নেই। হাসপাতালে বেডের সংখ্যা আরও বাড়ানো হচ্ছে। অনেক সময় দেখা যাচ্ছে সিনিয়র ডাক্তাররা দিনের বেলা ডিউটি করছেন। আর বেশি রাতের দিকে গুরুতর অবস্থায় রোগীরা আসছেন আর খুব তাড়াতাড়ি তাঁদের মৃত্যুও হচ্ছে। ঠিকমত চিকিৎসা পাচ্ছেন না তাঁরা। তাই বলব সিনিয়র ডাক্তারদের দিনের বেলার পাশাপাশি রাতেও এবার থেকে ডিউটি করতে হবে। যাতে রোগীরা আরও তাড়াতাড়ি এবং ভালো চিকিৎসা পেতে পারেন। সবটাই সিসিটিভি ক্যামেরার মাধ্যমে নজর রাখা হবে’।

Avatar
Smita Hari

সম্পর্কিত খবর