‘মুসলিমদের উন্নয়নের টাকা হিন্দুদের দেব’, প্রকাশ্যে বৈষম্যমূলক বার্তা বিজেপি বিধায়কের!

বাংলা হান্ট ডেস্কঃ  মুসলিমদের নিয়ে বেফাঁস মন্তব্য করে বিতর্কে জড়ালেন কর্নাটকের মুখ্যমন্ত্রী ইয়েদুরাপ্পার রাজনৈতিক সচিব রেনুকাচার্য । মুসলিমরা নাগরিকত্ব আইন সমর্থন করছে না, তাই তাদের সিএএ-র মিছিলে দেখা যাচ্ছে না।

মঙ্গলবার দেবনাগিরি জেলায় সিএএ-র সমর্থনে দলের এক সমাবেশে রেনুকাচার্য বলেন, নামাজ ছাড়াও মসজিদে বিভিন্ন ধরনের অস্ত্র জড়ো করছে মুসলিমরা। আর মসজিদের কাজিরা ধর্মীয় উপদেশের বদলে ফতোয়া দিচ্ছেন মুসলিম সম্প্রদায়ভুক্ত মানুষকে।

Renukacharya

প্রসঙ্গত এনআরসি- সিএএ নিয়ে বিক্ষোভ চলছে কর্নাটকেও। এর মধ্যেই বেফাঁস মন্তব্যে তোলপাড় হয়ে উঠল কর্নাটকের মুসলিম সম্প্রদায়। তবে বিজেপি বিধায়ক এম পি রেনুকাচার্যের এই মন্তব্যে এতটুকু বিচলিত নয় গেরুয়া শিবির। রাজ্য বিজেপির তরফে পরিষ্কার বলা হয়েছে, রেনুকাচার্যের এই মন্তব্য সম্পূর্ণ তার ব্যক্তিগত অভমত, এখানে দলের কোনও ব্যাপার নেই।

রেনুকাতার্য আরও বলেছেন,  তাঁর কেন্দ্রে উন্নয়নের টাকা হিন্দুদের দেওয়া হবে, মুসলিমদের দেওয়া হবে না। মুসলিমদের হিন্দু সঙ্গে সমান অধিকার দেওয়া সত্ত্বেও তারা যদি ভাবে বিজেপি তাদের শত্রু, তাহলে তিনিও নাকি মুসলিমদের দিকে ফিরেও তাকাবেন না।

মঙ্গলবারের সভা থেকে একের পর এক বিতর্কিত মন্তব্যে রীতিমতো রাজনৈতিক মহলে আলোড়ন ছড়িয়ে পড়ে। প্রকাশ্যে একজন বিজেপি বিধায়কের মুখে ধর্মের ভেদাভেদ এবং বৈষম্যমূলক বার্তায় সমালোচনার মুখে পড়তেই হবে  কর্নাটকের পদ্ম শিবিরকে, মনে করছে বিশেষজ্ঞ মহল।

 

 

 

 

 

 

 

 

 

সম্পর্কিত খবর