দীর্ঘ আট বছর পর বাংলায় ফিরতে চলেছে হিন্দুস্থান মোটরস! ইলেকট্রিক স্কুটার দিয়ে শুরু হবে যাত্রা

বাংলা হান্ট ডেস্কঃ গত বিধানসভা নির্বাচনে তৃতীয় বারের জন্য ক্ষমতায় আসার পরেই বাংলার মাটিতে শিল্পবান্ধব পরিবেশ গড়ে তোলার ঘোষণা করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আর তাঁর সেই পরিকল্পনা অনুযায়ী ফের একবার শিল্প গড়ে তোলার স্বপ্ন হাতছানি দিতে চলেছে বাংলায়। সবকিছু ঠিকঠাক থাকলে দীর্ঘ আট বছর পর উত্তরপাড়ার হিন্দমোটরে পুনরায় গাড়ি তৈরির কাজ শুরু হতে চলেছে।

ইউরোপের একটি গাড়ি প্রস্তুতকারী সংস্থার সাথে হিন্দুস্থান মোটরসের ইতিমধ্যে চুক্তি অনেকটাই এগিয়েছে বলে খবর। প্রসঙ্গত, বিড়লা গোষ্ঠীর এই হিন্দুস্থান মোটরস স্বাধীনতার ঠিক এক বছর পর 1948 সালে হুগলির উত্তরপাড়ায় গাড়ি উৎপাদনের কাজ শুরু করে। বহু বছর ধরে সাফল্যের সঙ্গে কাজ করে আসলেও 2014 সালে হঠাৎ বন্ধ হয়ে যায় সেই যাত্রা। তবে এবার দীর্ঘ আট বছর পর ফের একবার ফিরতে চলেছে হিন্দুস্থান মোটরস। বর্তমানে দু চাকার যান দিয়ে পুনরায় গাড়ির বাজারের পা রাখতে চলেছে তারা।

সূত্রের খবর, হিন্দুস্থান মোটরস বর্তমানে ইলেকট্রিক স্কুটার দিয়ে তাদের দ্বিতীয় ইনিংস শুরু করতে চলেছে, যেখানে প্রায় 300 থেকে 400 কোটি টাকা পর্যন্ত বিনিয়োগ করতে চলেছে তারা। এই প্রসঙ্গে হিন্দুস্থান মোটরসের ডিরেক্টর উত্তম বোস বলেন, “ইউরোপের একটি সংস্থার সঙ্গে আমাদের চুক্তি স্বাক্ষর করা হয়ে গিয়েছে। বর্তমানে আমাদের লক্ষ্য দু’চাকার গাড়ি তৈরি করা। আগামী বছরের মার্চ মাসের মধ্যে কাজ শুরু হয়ে যাবে বলে আশা করা হচ্ছে। আমাদের হাতে এখন 286 একর জমি রয়েছে। একবার সবকিছু মিটে গেলে কাজ আরো দ্রুতগতিতে এগোবে।”

তবে কোন বিদেশী কোম্পানির সঙ্গে তারা চুক্তি স্বাক্ষর করেছে, সে বিষয়ে আপাতত মুখে কুলুপ হিন্দুস্থান মোটরসের। সূত্রের খবর, ইউরোপের অন্যতম বিখ্যাত সংস্থা ‘স্টেলান্টিস এন ভি’-র সঙ্গে চুক্তি করা হয়েছে। এদিন উত্তম বাবু আরো বলেন, “ইউরোপের কোম্পানির সঙ্গে চুক্তি করার আগে দুই পক্ষের মধ্যে বেশ কিছু বিষয় নিয়ে আলোচনা চলে। ভবিষ্যতে আমাদের হাতে 51 শতাংশ মালিকানা থাকবে এবং 49 শতাংশ থাকবে ইউরোপের সংস্থাটির কাছে। একবার সবকিছু ঠিকঠাক হয়ে গেলে উৎপাদনের কাজে হাত লাগানো হবে।”

হিন্দমোটরে গাড়ি উৎপাদনের কাজ শুরু হলে বাংলায় শিল্পের যে অগ্রগতি হবে, তা বলা বাহুল্য। সেই প্রসঙ্গে এদিন তৃণমূল কংগ্রেস দলের মুখপাত্র কুণাল ঘোষ বলেন, “বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে আমাদের রাজ্যে বর্তমানে শিল্পের জন্য অনুকূল পরিবেশ তৈরি করা হয়েছে। সিপিএমের সময় যেভাবে একের পর এক শিল্প মুখ থুবড়ে পড়েছিল, সেখান থেকে আমরা অনেকটা বেরিয়ে আসতে পেরেছি। ভবিষ্যতে বাংলা আরও বিনিয়োগ হবে।”

Avatar
Sayan Das

সম্পর্কিত খবর