নিখোঁজ হিরণ চট্টোপাধ‍্যায়! বিধায়ককে খুঁজতে পোস্টার পড়লো খড়গপুরে

বাংলাহান্ট ডেস্ক: খোঁজ মিলছে না অভিনেতা তথা খড়গপুরের নব নির্বাচিত বিজেপি বিধায়ক হিরণ চট্টোপাধ‍্যায় (hiran chatterjee)। তাঁকে খুঁজতে পোস্টার পড়েছে খড়গপুর সদরে। বিধায়ক হিরণকে খুঁজে দিতে পারলেই মিলবে আকর্ষণীয় পুরস্কার, খোদ বিধায়কের সঙ্গে সেলফি তোলার সুযোগ।

শুক্রবার খড়গপুর সদর ছয়লাপ হয়ে গিয়েছে হিরণের নিখোঁজ হওয়ার পোস্টারে। পোস্টারে লেখা নানা রকম, কিন্তু প্রতিটির বক্তব‍্য একই। খড়গপুরের বিধায়ক হিরণ নিখোঁজ। তাঁকে খুঁজে দিতে পারলেই সেলফি তোলার সুযোগ মিলবে। এ ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা ছড়িয়েছে খড়গপুরে।

333222 untitled 9
কিন্তু হিরণ কি আদৌ নিখোঁজ? না, তিনি এখন কলকাতায় রয়েছেন, বিধানসভা নির্বাচনের জন‍্য। তবে এসব ব‍্যঙ্গ করা পোস্টারকে গুরুত্ব দিতে রাজি নন অভিনেতা বিধায়ক। তিনি জানান, খড়গপুরের বাসিন্দাদের সঙ্গে তাঁর যোগাযোগ রয়েছে। কখনো তিনি যদি ফোন ধরতে না পারেন তবে পালটা ফোনও করেন। এসব পোস্টারের নেপথ‍্যে তৃণমূলের হাত রয়েছে বলে পরোক্ষে কটাক্ষও ছুঁড়েছেন হিরণ।

তবে খড়গপুরের বাসিন্দারা নাকি বলছেন, এখানকার বিধায়ক নির্বাচনের আগে অনেক বড় বড় কথা বলেছেন। কিন্তু এখন কোনো কাজই করছেন না। অনেকেরই রুজি রোজগার বন্ধ, জুটছ না খাবার। সেদিকে তাঁর নজর নেই। করোনা পরিস্থিতিতেও তাঁর দেখা মেলেনি। বিধায়ক নাকি ‘স্নো পাউডার’ মেখে আসছেন আর রাউন্ড দিয়ে চলে যাচ্ছেন।

ক্ষোভ নিয়ে তৃণমূল ছেড়েছিলেন হিরণ। বিধানসভা নির্বাচনের আগে বিজেপিতে যোগ দেন তিনি। নির্বাচনে লড়ার টিকিট পেয়ে খড়গপুর বিধানসভা কেন্দ্রের নব নির্বাচিত বিধায়কও হয়েছেন তিনি। তারপর থেকে খড়গপুর অঞ্চলেই একটি আশ্রমে থাকছিলেন তিনি।

Avatar
Niranjana Nag

সম্পর্কিত খবর