দেবের সাংসদ তহবিল থেকে প্রকল্পের টাকা পেতে ৩০ শতাংশ কমিশন দিতে হয়! ফের বিষ্ফোরক হিরণ

বাংলাহান্ট ডেস্ক: ফের আদায় কাঁচকলায় দেব (Dev)-হিরণ চট্টোপাধ‍্যায় (Hiran Chatterjee)। ঘাটালের তৃণমূল সাংসদের বিরুদ্ধে একের পর এক অভিযোগ করেই চলেছেন তিনি। কটাক্ষ বাণে জর্জরিত করছেন একদা সহ অভিনেতাকে, কখনো প্রত‍্যক্ষ কখনো পরোক্ষ ভাবে। এবার আবারো দেবের বিরুদ্ধে মারাত্মক অভিযোগ আনলেন হিরণ।

ঘাটাল সাংসদ দেবের তহবিল থেকে কোনো প্রকল্প পাওয়ার জন‍্য নাকি আগে ৩০ শতাংশ কমিশন দিতে হয়। উন্নয়নের জন‍্য সা‌ংসদ তহবিল থেকে কোনো প্রকল্পের জন‍্য টাকা পাওয়া যায়। কিন্তু ঘাটালে নাকি তার জন‍্য আগে ৩০ শতাংশ কমিশন দিতে হয় আবেদনকারীকে। হিরণের দাবি, একথা এলাকারই কয়েকজন প্রবীণ তৃণমূল নেতার কাছ থেকে জানতে পেরেছেন তিনি।

Dev vs hiran
হিরণের এমন বিষ্ফোরক অভিযোগের সপক্ষে ঘাটালের বিজেপি বিধায়ক বলেন, তিনি যখন একথা বলেছেন তখন তাঁর কাছে নিশ্চয়ই উপযুক্ত প্রমাণ রয়েছে বলেই বলছেন। এর আগে গোরু পাচার কাণ্ডে মূল অভিযুক্ত এনামুল হকের সঙ্গে দেবের যোগাযোগ নিয়ে বিষ্ফোরক মন্তব‍্য করেছিলেন হিরণ।

তিনি অভিযোগ করেছিলেন, দেব নাকি এনামুলের থেকেও কাটমানি নিয়েছিলেন। ঘাটাল বিধায়কের দাবি, এনামুলের ব‍্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে দেবের অ্যাকাউন্টে ৫ কোটি টাকা ট্রান্সফার হয়েছিল। তার প্রমাণ রয়েছে। এক্ষেত্রেও হিরণ প্রমাণ পেয়েছেন বলেই বলেছেন, দাবি বিজেপির।

অন‍্যদিকে ২০১৯ সাল থেকে ঘাটালে দেবের প্রতিনিধি রামপদ মান্না স্পষ্ট বলেন, ২০১৪ থেকে ২০১৯ সাল পর্যন্ত কী হয়েছে না হয়েছে তা তিনি জানেন না। তবে ২০১৯ থেকে কেউ অভিযোগ করতে পারবেন না কমিশন দিয়ে কাজ পেতে হয়েছে। তিনি চ‍্যালেঞ্জ করতে পারেন যে কারোর থেকে টাকা চাওয়াও হয়নি, নেওয়াও হয়নি, দাবি রামপদ মান্নার।

Dev Hiran
প্রসঙ্গত, বিগত কিছুদিন ধরে দেবের বিরুদ্ধে নাম না করে একাধিক অভিযোগ তুলেছেন হিরণ। ঘাটালের বন‍্যার প্রসঙ্গ তুলে তিনি বলেন, সাংসদ অভিনেতা বান্ধবীকে নিয়ে মালদ্বীপে সুইমিং করেন‍। এদিকে ঘাটালের মানুষ বন‍্যায় জলের তলায় সুইমিং করে।

পালটা দেব বলেন, দেব এখনো বুকের ছাতি ফুলিয়েই ঘোরে। বিদেশে গেলে নিজের টাকাতেই যায়। তাছাড়া কার সঙ্গে যায় সেটাও সবাই জানে। ৮-৯ বছরের সম্পর্ক। সেই সঙ্গে তিনি পরিস্কার জানিয়ে দিয়েছেন, আক্রমণ করতে হলে তাঁকে করা হোক। কিন্তু বাড়ির মধ‍্যে যেন কেউ না ঢোকে।

Avatar
Niranjana Nag

সম্পর্কিত খবর