বছরে ৩০টি-র বেশি আন্তর্জাতিক ছক্কা সবচেয়ে বেশিবার মেরেছেন এই ৪ তারকা! তালিকায় ১ ভারতীয়

বাংলা হান্ট নিউজ ডেস্ক: কথায় বলে একজন আগ্রাসী বা আক্রমণাত্মক মনোভাবের ক্রিকেটারের পক্ষে আন্তর্জাতিক ক্রিকেটে বেশিদিন টিকে থাকা সম্ভব নয়। টেকনিক পুরোপুরি নিখুঁত না হলে মারকাটারি ব্যাটিং নিয়ে বেশিদিন ক্রিকেট খেলা সম্ভব নয়। কিন্তু আজকের এই প্রতিবেদনে আমরা এমন চারজন ক্রিকেটারের কথা আলোচনা করতে চলেছি যারা এই আগ্রাসী নীতি নিয়েই বছর পর বছর সাফল্য পেয়েছেন এবং এক বছরে সবচেয়ে বেশিবার ৩০ বা তার বেশি ছক্কা মারার রেকর্ড গড়েছেন।

images 2021 10 31T134508.977

৪. মার্টিন গাপ্টিল: নিউজিল্যান্ডের এই মারকুটে ওপেনার দীর্ঘদিন ধরে জাতীয় দলের সেবা করেছেন। বর্তমানে তিনি আর দলে নিয়মিত নন। কিন্তু ওডিআই বিশ্বকাপে দ্বিশতরান, টি-টোয়েন্টি ফরম্যাটে দীর্ঘদিন সর্বোচ্চ রান সংগ্রাহকের খেতাব ধরে রাখা ইত্যাদি নানান কীর্তি রয়েছে তার নামের পাশে। তিনি ৬ বার এক ক্যালেন্ডার বর্ষে ৩০-এর বেশি ছক্কা মেরেছেন।

৩. ক্রিস গেইল: আলাদা করে তার ব্যাপারে আর কিছু বলার প্রয়োজন নেই। খুব স্বাভাবিকভাবেই তিনি এই তালিকায় থাকবেন। নিজের কেরিয়ারে মোট সাতবার এক ক্যালেন্ডার বর্ষে ৩০ বা তার বেশি ছক্কা মারার রেকর্ড করেছেন তিনি।

২. ব্রেন্ডন ম্যাককালাম: এই কিউয়ি তারকা নিজের ক্যারিয়ারে অত্যন্ত আগ্রাসী ওপেনার ছিলেন। কোনদিনও নিজের উইকেটের পরোয়া করে খেলেননি। কোচিংয়ে এসে ইংল্যান্ড ক্রিকেট দলের খেলার নীতিই বদলে দিয়েছেন। খুব স্বাভাবিকভাবেই তিনি এই তালিকায় থাকবেন। মোট আটবার তিনি এক ক্যালেন্ডার বর্ষে ৩০ বা তার বেশি ছক্কা মেরেছেন।

rohit r test

১. রোহিত শর্মা: ভারতের ইতিহাসে সবচেয়ে সফল ক্রিকেটারদের মধ্যে একজন। তার ব্যাটিংয়ের একটা বড় অংশ হলো ছক্কা হাঁকানো। তিন ফরম্যাটেই প্রায় একই নীতি বজায় রেখে ব্যাটিং করেন তিনি। এই তালিকায় শীর্ষস্থানে রয়েছেন তিনি। মোট দশ বার এক্ ক্যালেন্ডার বর্ষে ৩০ বা তার বেশি বার ছক্কা মেরেছেন।

 

Avatar
Reetabrata Deb

সম্পর্কিত খবর