পন্থের বদলে এই ক্রিকেটারকে করতে হতো ভারতের অধিনায়ক, মত অজি কিংবদন্তির

বাংলা হান্ট নিউজ ডেস্ক: এর আগে ২০২১ এর শেষের দিকে এবং ২০২২ এর শুরুর কয়েক মাসে দক্ষিণ আফ্রিকা সফরে গিয়ে টেস্ট এবং ওয়ানডে সিরিজে হেরে ফিরে ছিল ভারতীয় দল। টেস্ট সিরিজে বিরাট কোহলির নেতৃত্বে এগিয়ে গিয়েও সিরিজ হাতছাড়া হয়েছিল ভারতের। লোকেশ রাহুলের নেতৃত্বে ওয়ানডে সিরিজও বিশ্রী হবে হারানো মুখ দেখতে হয়েছিল। তারপরে ভারতের মাটিতে এই সিরিজ ছিল ভারতীয় দলের জন্য বদলার সিরিজ। ঠাসা ক্রীড়াসূচীর কারণে বেশ কিছু বড় তারকাকে বিশ্রাম দিলেও প্রতিভাবান তরুণদের দিয়ে একটি দল বানিয়েছিল ভারত। কিন্তু দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে প্রথম দুটি টি-টোয়েন্টিতে মুখ থুবড়ে পড়েছে রিশভ পন্থের নেতৃত্বাধীন সেই দল।

এই সিরিজে নেতৃত্বের দায়িত্ব পেয়েছিলেন লোকেশ রাহুল। সিরিজ শুরুর আগের দিন ডানকুনিতে চোট পেয়ে তিনি সিরিজ থেকে ছিটকে যান। তখন বাধ্য হয়েই পন্থের হাতে নেতৃত্ব দায়ভার তুলে দেয় বিসিসিআই। এর আগে দিল্লি ক্যাপিটালস এর অধিনায়ক হিসেবে প্রশংসাজনক পারফরম্যান্স করেছেন তরুণ উইকেটরক্ষক। কিন্তু জাতীয় দলে নেতৃত্ব দিতে গিয়ে তিনি একেবারেই স্বাচ্ছ‍্যন্দ বোধ করছেন না। অধিনায়কত্ব প্রভাব ফেলেছে তার পারফরম্যান্সেও।

Brad Hogg

ইতিমধ্যে প্রাক্তন ভারতীয় তারকা ইরফান পাঠান, পার্থিব প্যাটেল রাহুল শব্দের অধিনায়কত্ব বেশ কয়েকটি দিকের সমালোচনা করেছেন। কোন জায়গায় পন্থের ভুল হচ্ছে তা চোখে আঙ্গুল দিয়ে দেখিয়েছেন তারা। এবার পন্থের হাতে অধিনায়কত্ব দেওয়ার সিদ্ধান্ত নিয়ে প্রশ্ন তুলে দিলেন প্রাক্তন অজি চায়নাম্যান স্পিনার ব্র্যাড হগ। অজি কিংবদন্তির মতে রিশভ পন্থের বদলে দলের অধিনায়ক হওয়া উচিত ছিল হার্দিক পান্ডিয়ার।

ব্র্যাড হগ বলেছেন, “রাহুল বেরিয়ে যাওয়ার পর এই সিরিজে অধিনায়কত্বের দায়িত্ব পাওয়া উচিত ছিল হার্দিকের। দু’দিন আগেই আইপিএলে তিনি নিজের অধিনায়কত্বের দক্ষতার প্রমাণ দিয়েছেন। অধিনায়কত্ব যে তার পারফরম্যান্সের উপর প্রভাব ফেলে না তাও প্রমাণিত।” তৃতীয় টি টোয়েন্টি ম্যাচ জিতে সমালোচকদের যোগ্য জবাব দিতে পারেন কিনা পন্থ সেটাই এখন দেখার বিষয়।

Avatar
Reetabrata Deb

সম্পর্কিত খবর