রাশিয়া- জাপানে কুসংস্কারের প্রথা পৃথিবীর মধ্যে অন্যতম,ভারতকে পিছনে ফেলে এগিয়ে গেছে

অমিত সরকার: ভারতে তো বলি প্রথা!কিন্তু এখন জাপান রাশিয়ায় থাইল্যান্ডের রয়েছে এরকমই কিছু প্রথা। হাড় হিম করে দেবে এসব প্রথায় লুকিয়ে আছে কুসংস্কারের অন্তর্জাল।

১–ভালুক বলি

জাপান ও রাশিয়ার বসবাসকারী কিছু আইনু উপজাতি ভালুক কে মূর্তি ঈশ্বর হিসাবে মানে।এবং বলি দিয়ে সমগ্র মানবজাতির মংগল হয়। সেই কারণে প্রতিবছর সদ্য মা হওয়া ভালুক কে তারা বলি দেয়। এবং ছানাটিকে বন্দী করে রাখে। এক বছর পর ছানাটি বড় হলে তাকে গলায় ফাঁস দিয়ে হত্যা করা হয় এরপর তারা সেই ভালুক এর রক্ত পান করে মাংস খায়। এরপর ভালো করে মাথার খুলি একটি বর্ষার উপরে গিয়ে পুজো করে।

p03c7rt4

২– মৃতদেহ তুলে আনা

থাইল্যান্ডের তোরাজা উপজাতির মধ্যে রয়েছে এক অদ্ভুত অন্ধবিশ্বাস। আত্মীয়দের মৃতদেহ কে কবর থেকে তুলে নিয়ে আসে কোন একসময়। এরপর মৃতদেহগুলোকে পরিষ্কার করে নতুন পোশাক পরিয়ে সুসজ্জিত করে। তাকে নিয়ে শোভাযাত্রা করে। বিশ্বাস এটা করলে নাকি তাদের প্রিয়জনদের আত্মার শান্তি হয়।

Avatar
Udayan Biswas

সম্পর্কিত খবর