অভিষেকের সভার আগেই পাণ্ডুয়ায় ভয়াবহ বিস্ফোরণ! মৃত্যু এক শিশুর, গুরুতর জখম আরও ২

বাংলা হান্ট ডেস্কঃ ভোটের মাঝে ফের বোমাতঙ্ক বাংলায়। হুগলির (Hooghly) পাণ্ডুয়ায় বোমা বিস্ফোরণে প্রাণ গেল এক শিশুর।আগামী ২০ মে পঞ্চম দফায় পাণ্ডুয়ায় ভোট। তার আগে বোমা ফেটে (Hooghly Bomb Blast) মৃত্যু হল কিশোরের। আহত আরও দুই। আহতদের মধ্যে এক শিশুর হাত উড়ে গিয়েছে বলে জানা গিয়েছে। গুরুতর জখম অবস্থায় আহতদের ভর্তি করা হয়েছে হুগলির চুঁচুড়া ইমামবাড়া হাসপাতালে।

কি ঘটেছিল? প্রতিদিনের মতো এদিন সকালেও পুকুর পাড়ে তিনজন কিশোর খেলা করছিল। পাণ্ডুয়ার তিন্না নেতাজি পল্লি কলোনির সেই পুকুর পাড়েই রাখা ছিল তাজা বোমা। বল ভেবে বোমায় হাত দিতেই ভয়াবহ বিস্ফোরণ! প্রচন্ড শব্দে কেঁপে ওঠে গোটা এলাকা। বিকট আওয়াজ শুনে ঘটনাস্থলে দৌড়ে যান স্থানীয়রা। গিয়ে দেখেন, রক্তাক্ত অবস্থায় ওই তিন শিশু পড়ে রয়েছে মাটিতে।

রক্তাক্ত অবস্থায় তিন শিশুকে তড়িঘড়ি উদ্ধার করে নিয়ে নিয়ে যাওয়া হয় পাণ্ডুয়া হাসপাতালে। সেখানেই চিকিৎসকরা জানান, তিন শিশুর মধ্যে একজনের মৃত্যু হয়েছে। জানা গিয়েছে, বিস্ফোরণে মৃত শিশুর নাম রাজ বিশ্বাস (১০)। অন্য দুই কিশোরের অবস্থাও আশঙ্কাজনক। রূপম বল্লব (১৩) এবং সৌরভ চৌধুরীর (১১) বর্তমানে চুঁচুড়া ইমামবাড়া হাসপাতালে চিকিৎসা চলছে।

ইতিমধ্যেই ঘটনার তদন্ত শুরু করেছে হুগলি গ্রামীণ পুলিশ। প্রসঙ্গত, সোমবার পাণ্ডুয়ায় নির্বাচনী প্রচারে যাবেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। হুগলির তৃণমূল তারকা প্রার্থী রচনা বন্দ্যোপাধ্যায়ের সমর্থনে সভা করবেন অভিষেক। আর তার মাত্র কিছু ঘণ্টা আগে ভয়াবহ বিস্ফোরণে কেঁপে উঠল পাণ্ডুয়া। ফের রক্তাক্ত শৈশব।

bombing

আরও পড়ুন: সভায় উপস্থিত শিশুদের ‘লাওয়ারিশ’ তকমা? ফের বেফাঁস মহুয়া, তোলপাড় রাজ্য রাজনীতি!

ভোটের আবহে বোমা বিস্ফোরণের ঘটনায় শুরু হয়েছে জোর রাজনৈতিক তরজা। বিজেপি প্রার্থী তথা বিদায়ী সাংসদ লকেট চট্টোপাধ্যায়ের দাবি, ভোটের জন্য বোমা মজুত করা হচ্ছিল। পুলিশ কোনও ব্যবস্থা নিচ্ছে না। পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন সিপিএম নেতা সুজন চক্রবর্তীও। ওদিকে গোটা ঘটনা খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছে হুগলি গ্রামীণ থানার পুলিশ।

Sharmi Dhar
Sharmi Dhar

শর্মি ধর, বাংলা হান্ট এর রাজনৈতিক কনটেন্ট রাইটার। উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৩ বছর ধরে সাংবাদিকতা পেশার সঙ্গে যুক্ত ।

সম্পর্কিত খবর