চিটফান্ডে জড়িত থাকার অভিযোগ! CBI-র হাতে গ্রেফতার আরও এক তৃণমূল নেতা

   

বাংলা হান্ট ডেস্কঃ ফের দুর্নীতি ইস্যুতে গ্রেফতার আরেক শাসক দলের (TMC Leader) নেতা। ভোট পূর্বেই একের পর এক উইকেট পড়ছে দলের। এবার ৯০ কোটি টাকার জালিয়াতির অভিযোগে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই (CBI) এর হাতে গ্রেফতার হুগলির (Hooghly) খানাকূলের ১ নম্বর ব্লকের তৃণমূলের সহ-সভাপতি প্রবীর চট্টোপাধ্যায় (Prabir Chatterjee)।

সূত্রের খবর, আগে থেকেই তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি ছিল। তবে এদিন ভোরেই চিটফান্ড মামলায় (Chit fund Case) শাসকদলের নেতা প্রবীরবাবুকে বাড়ি থেকে গ্রেফতার করেন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আধিকারিকরা। বর্তমানে তাঁকে কলকাতায় নিয়ে যাওয়া হয়েছে বলে জানা গিয়েছে।

আগে থেকেই গ্রেফতারি পরোয়ানা জারি থাকা সত্ত্বেও খোলা-মেলা তৃণমূলের নানা কর্মসূচি থেকে শুরু করে মিটিং-মিছিলেও দেখা মিলেছিল তাঁর। চিটফান্ড মামলায় গ্রেফতারি পরোয়ানা জারি হওয়া সত্ত্বেও তাঁকে একাধিক দলীয় কর্মসূচীতে দেখে সমালোচনার সুর চড়িয়েছিল বিরোধী বিজেপি শিবির।

কোন মালমায় গ্রেফতার? তদন্তকারী সংস্থা সিবিআই সূত্রে খবর, ২০১৩ সালের ২০ এপ্রিল ভারত কৃষি সমৃদ্ধি লিমিটেড নামে এক চিটফান্ড কোম্পানির নামে অভিযোগ দায়ের হয়। জানা গিয়েছে, এই কোম্পানির ম্যানেজিং ডিরেক্টর ছিলেন বর্তমান তৃণমূলের খানাকুল ১ ব্লক সহসভাপতি প্রবীর চট্টোপাধ্যায়।

tmc flag

সেই চিটফান্ড মামলা তদন্তভার ছিল সিবিআই-এর হাতে। পরে আর্থিক দুর্নীতির তদন্তে নামে আরেক কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডি-ও। গতমাসে তৃণমূল নেতার নামে জারি হয় গ্রেফতারি পরোয়ানা। এরপর এদিন ভোরে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার সিবিআই এর হাতে গ্রেফতার হন ঘাসফুল নেতা। যদিও নেতার গ্রেফতারির বিষয়ে দল তরফে কোনো প্রতিক্রিয়া মেলেনি।

Sharmi Dhar
Sharmi Dhar

শর্মি ধর, বাংলা হান্ট এর রাজনৈতিক কনটেন্ট রাইটার। উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৩ বছর ধরে সাংবাদিকতা পেশার সঙ্গে যুক্ত ।

সম্পর্কিত খবর