লক্ষ্মীর ভাণ্ডারে নাম তুলতে যাচ্ছি বলে প্রেমিকের সঙ্গে পালালেন গৃহবধূ! কেঁদে চলেছে চার বছরের সন্তান

বাংলা হান্ট ডেস্কঃ বর্তমানে রাজ্যের অন্যতম জনপ্রিয় প্রকল্পের মধ্যে একটি হল লক্ষ্মীর ভাণ্ডার (Lakshmi Bhandar)। আর এবার এই প্রকল্পকে ঘিরে ঘটল এক অদ্ভুত ঘটনা। লক্ষ্মীর ভাণ্ডারে আবেদন করার নাম করে বাড়ি থেকে বেরিয়ে অন্য যুবকের হাত ধরে পালিয়ে গেল গৃহবধূ (House Wife)।

অদ্ভুত এই ঘটনাটি ঘটেছে দক্ষিণ দিনাজপুর (Dakshin Dinajpur) জেলার বালুরঘাট (Balurghat) থানার ডাঙা গ্রাম পঞ্চায়েতের মাহিনগর এলাকায়। সূত্রের খবর, বছর বত্রিশের (32) ওই মহিলার স্বামী পেশায় গাড়ির চালক। আট বছরের বিবাহিত জীবন দম্পতির, বছর আটেক আগে ভালোবাসা করে বিয়ে করেন তারা। দম্পতির চার বছরের এক পুত্র সন্তানও রয়েছে।

পরিবার সূত্রে অভিযোগ, দীর্ঘদিন ধরেই বালুরঘাটের দোগাছি এলাকার এক যুবকের সঙ্গে বিবাহ বর্হিভূত সম্পর্ক চলছিল ওই গৃহবধূর। সম্প্রতি তাকে হাতেনাতে পাকড়াও করেন স্বামী। মহিলার স্বামী জানান, দীর্ঘদিন ধরেই বিবাহ বহির্ভূত সম্পর্কে জড়িয়েছিলেন তার স্ত্রী। হাতেনাতে ধরাও পড়েন তার কাছে। এরপরই স্ত্রীর মোবাইলও ভেঙে দেন স্বামী। তারপরও ওই যুবকের সঙ্গে যোগাযোগ ছিল স্ত্রীর ।

জানা গিয়েছে , কিছুদিন আগে তিওরে দিদির বাড়ি গিয়েছিলেন ওই মহিলা। সেখানেই দুয়ারে সরকারের ক্যাম্পে লক্ষ্মীর ভাণ্ডারে নাম তুলবে বলে বাড়ি থেকে বেরিয়ে যায় সে। এরপর বহুসময় পেরিয়ে গেলেও ঘরে ফেরেনি মহিলা, লাগাতার ফোন করেও তাকে পাননি পরিবারের সদস্যরা। অন্যদিকে গৃহবধূর বছর চারের একরত্তি সন্তান মাকে দেখতে না পেয়ে অবিরাম কেঁদে চলেছে।

মহিলার স্বামীর দাবি, এলাকারই এক যুবকের সঙ্গে পালিয়েছেন ওই মহিলা। তিনি আরও বলেন “কাল বিকেল সাড়ে তিনটে নাগাদ বাড়ি থেকে বেরিয়ে যায় স্ত্রী । দুয়ারে সরকারে লক্ষ্মীর ভাণ্ডারে নাম লেখাবে বলে গিয়েছিল। তারপর থেকে ওকে আর পাওয়া যাচ্ছে। একটা ছেলের সঙ্গে পালিয়ে গিয়েছে বলে আমাদের সন্দেহ। ৪ হাজার টাকা আর অনেক ডকুমেন্ট নিয়ে পালিয়ে গিয়েছে।“

শনিবারের এই ঘটনায় রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। রবিবার বালুরঘাট থানায় মহিলার নামে নিখোঁজ ডায়রি লেখান মহিলার পরিবারের সদস্যরা। তদন্তে নেমেছে পুলিশ। গৃহবধূর খোঁজে এলাকায় জিজ্ঞাসাবাদ শুরু করেছে তারা, খোঁজ চালানো হচ্ছে গৃহবধূর প্রেমিকেরও।

Sharmi Dhar
Sharmi Dhar

শর্মি ধর, বাংলা হান্ট এর রাজনৈতিক কনটেন্ট রাইটার। উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৩ বছর ধরে সাংবাদিকতা পেশার সঙ্গে যুক্ত ।

সম্পর্কিত খবর