১ মিনিটেই কেল্লাফতে! করে ফেলুন সামান্য এই কাজটা, এক্কেবারে চকচক করবে জলের ট্যাঙ্ক

   

বাংলাহান্ট ডেস্ক : আমরা প্রায় প্রতিদিন নিজেদের ঘর-বাড়ি পরিষ্কার করার জন্য যথেষ্ট পরিশ্রম করে থাকি। ঘরের অন্যান্য জিনিসপত্র যেমন নিয়মিত পরিষ্কার করা দরকার, তেমনই আমাদের জলের ট্যাঙ্কও (Water Tank) সর্বদা পরিষ্কার রাখা উচিত। জলের ট্যাঙ্ক নিয়ম মতো পরিষ্কার না করলে তা থেকে দুর্গন্ধ বের হতে পারে। এছাড়াও অপরিষ্কার জলের ট্যাঙ্কে জমে থাকে পলি। সেই পলির কারণে দূষিত হতে পারে জল। সেই জল পান করলে অসুস্থ হওয়ার সম্ভাবনা থাকে।

বাড়ির অন্যান্য জিনিসপত্রের মতো জলের ট্যাঙ্ক প্রতিদিন পরিষ্কার করা সম্ভব নয়। তবে প্রতি দু-তিন মাস অন্তর জলের ট্যাঙ্ক পরিষ্কার করা উচিত। জলের ট্যাঙ্ক পরিষ্কারের কথা উঠলেই আমাদের মাথায় আসে প্লামবারের কথা। তবে ঘরোয়া উপায় মেনে আপনি নিজেই পরিষ্কার করে নিতে পারেন আপনার বাড়ির জলের ট্যাঙ্ক। আজ আমরা এই প্রতিবেদনে জানাব কীভাবে খুব সহজ ঘরোয়া উপায়ে পরিষ্কার করতে পারবেন জলের ট্যাঙ্ক।

আরোও পড়ুন : ১৩ হাজার শূন্যপদে নিয়োগ, ভোট মিটলেই কপাল খুলবে চাকরিপ্রার্থীদের! কারা পাবেন সুযোগ?

জলের ট্যাঙ্ক পরিষ্কার করার জন্য প্রথমে সেটিকে আপনাকে সম্পূর্ণ খালি করতে হবে। ট্যাঙ্ক বা ট্যাঙ্কের আউটলেট ভালভ খুলে সব জল বের করে দিয়ে শুরু করতে হবে পরিষ্কার।

সব জল বের হয়ে গেলে একটি শুকনো কাপড় দিয়ে পরিষ্কার করে নিতে হবে ট্যাঙ্ক। ট্যাঙ্কের ভেতরের অংশ পরিষ্কার ও জীবাণুমুক্ত করতে এবার তৈরি করতে হবে একটি মিশ্রণ।

আরোও পড়ুন : এই ২ দিন মিলবে না কোন হোটেল! বুঝে শুনে বুকিং না করলেই ভেস্তে যাবে দিঘার প্ল্যান

এক বালতি গরম জলে লন্ড্রি ডিটারজেন্ট পাউডার বা লিকুইড মিশিয়ে নিতে হবে। তারপর তাতে দিতে হবে ৫-৬ চামচ বেকিং সোডা। তারপর ভালো করে সেই মিশ্রণ মিশিয়ে নিতে হবে।

একটি হ্যান্ডেল-সহ ব্রাশ ব্যবহার করে এই মিশ্রণ দিয়ে পরিষ্কার করতে হবে গোটা ট্যাঙ্ক। স্টিলের ব্রিসলস বা স্টিলের তৈরি স্পঞ্জ ব্রাশ ব্যবহার করা উচিত নয়, কারণ এতে আঁচড় লেগে যেতে পারে ট্যাঙ্কে।

water tank cool in summer

হাইড্রোজেন পারক্সাইড ব্যবহার করে আরো ভালো ভাবে পরিষ্কার করতে পারবেন জলের ট্যাঙ্ক। প্রথমে জলের ট্যাঙ্কের এক চতুর্থাংশ ভর্তি করতে হবে জল দিয়ে। এরপর তাতে যোগ করতে হবে ৫০০ মিলি হাইড্রোজেন পারক্সাইড । এইভাবে রেখে দিতে হবে ২০ থেকে ৩০ মিনিট। তারপর একেবারে চকচকে হয়ে যাবে আপনার জলের ট্যাঙ্ক।

Avatar
Soumita

আমি সৌমিতা। বিগত ৩ বছর ধরে কর্মরত ডিজিটাল সংবাদমাধ্যমে। রাজনীতি থেকে শুরু করে ভ্রমণ, ভাইরাল তথ্য থেকে শুরু করে বিনোদন, পাঠকের কাছে নির্ভুল খবর পৌঁছে দেওয়াই আমার একমাত্র লক্ষ্য।

সম্পর্কিত খবর