বিয়ের আগেই করে রাখুন এই ৭ কাজ, জীবনে কখনো হবে না টাকার অভাব

বাংলা হান্ট ডেস্কঃ জীবনে পড়াশোনা শেষ করার পর একটি বড় সমস্যা হল ঠিকমতো ভাবে নিজের পায়ে দাঁড়ানো। অনেকেই কঠিন পরিশ্রমের মাধ্যমে ভালো চাকরি বা ব্যবসা করতে সক্ষম হন ঠিকই, কিন্তু ভবিষ্যতের জন্য সঞ্চয়ের কথা মাথায় আনেন না। চাকরির ক্ষেত্রে নিজের শখ পূরণ এবং সংসার সঠিকভাবে চালানো যতখানি জরুরী ঠিক ততটাই জরুরি হলো সঞ্চয়। এমনকি পড়াশোনা করতে করতেও আপনি আপনার সঞ্চয় শুরু করতে পারেন। বিশেষজ্ঞরা বলেন, সঞ্চয়ের জন্য কুড়ি বছর বয়স হল আদর্শ। এই বয়স থেকে যদি একজন যুবক বা যুবতী সঞ্চয় করতে শুরু করেন তবে ভবিষ্যতে অনেক সমস্যাকেই সহজে সমাধান করতে পারবেন তিনি। সঠিকভাবে সঞ্চয়ের জন্য কয়েকটি বিষয় মাথায় রাখা অত্যন্ত জরুরী।

★ প্রথমত, চক্রবৃদ্ধি সুদের দিকেই বেশি মনোযোগ দিন। এতে কম সময়ে বেশি লাভ পাবেন সরল সুদের থেকে। এটা ঠিক যে আপনার সঞ্চয় অত্যন্ত কম হতে পারে কিন্তু চক্রবৃদ্ধি সুদের দিকে মনোযোগ দিলে আপনি ভবিষ্যতে অনেকটা বেশি রিটার্ন পাবেন। তবে অবশ্যই এ বিষয়ে ভালো জ্ঞান থাকা ভীষন জরুরী।

★ সময়মত নিজের লোন শোধ করুন। প্রথমত এ কথা মাথায় রাখবেন ভীষণ জরুরি ক্ষেত্র ছাড়া লোন না নেওয়াই বাঞ্ছনীয়। বিশেষত অন্যের সঙ্গে নিজের তুলনা করতে গিয়ে, লোনের বোঝা মাথায় চাপালে ভবিষ্যতে আপনাকে ভুগতে হতে পারে। লোন সঠিক সময়ে অবশ্যই জমা করুন। এতে আপনার ক্রেডিট স্কোর আরো উন্নত হয় এবং আপনার পরবর্তী ক্ষেত্রে লোন পেতেও সুবিধা হয়।

★ ইনকাম ট্যাক্স রিপোর্ট ফাইলের ক্ষেত্রে দোনামোনা করবেন না। ইনকাম ট্যাক্স রিটার্ন ফাইল করা অত্যন্ত জরুরী, তাতে আপনার বেতন ট্যাক্সেবল হোক কিংবা নাই হোক। আপনি যদি সময় মত ইনকাম ট্যাক্স রিটার্ন ফাইল করেন লোনের ক্ষেত্রেও অনেক সুবিধা পেতে পারেন আপনি।

★ তরুণ-তরুণীদের অবশ্যই হেলথ ইনসিওরেন্স করিয়ে রাখা জরুরি। আমরা স্বাস্থ্যবীমার দিকে তেমন মনোযোগ দিই না। কিন্তু স্বাস্থ্যবীমা না থাকলে ভবিষ্যতে চিকিৎসা ক্ষেত্রে আপনাকে বড় সমস্যায় পড়তে হতে পারে। বিশেষত বাড়িতে বয়স্ক বাবা-মা থাকলে স্বাস্থ্য বীমা করা আরও বেশী জরুরী।

invest getty

★ নিজের সঙ্গীও জেনে-বুঝে নির্বাচন করুন। অবশ্যই সঞ্চয়ের জন্য অতিরিক্ত কৃপণ হওয়ার দরকার নেই। কিন্তু অবশ্যই প্রতিমাসে একটি বাজেট তৈরি করুন। যাতে আপনি বুঝতে পারেন কোন কোন বাড়তি খরচ পরবর্তীতে কমানো যেতে পারে।

 

Avatar
Abhirup Das

সম্পর্কিত খবর