এক চামচ চালের গুঁড়ি দিয়েই কমবে সান ট্যান, উপচে পড়বে ত্বকের জেল্লা, এভাবে করুন ব্যবহার

বাংলা হান্ট ডেস্কঃ প্রচন্ড গরম, তার সাথেই হাজির সান ট্যান, ব্রণ, চুলকানি, র‍্যাশের সমস্যা। হাজারো ক্রিম, ফেস ওয়াস মেখেও হচ্ছেনা কোনো সমাধান? তবে চিন্তা ছাড়ুন, আর হেঁসেলের এই একটি সিক্রেট উপকরণ দিয়েই ফেরান ত্বকের (Skin) হারানো জেল্লা।

ত্বক ঝকঝকে রাখতে প্রথমেই যা প্রয়োজন তা হল ত্বক এক্সফোলিয়েট করা। আপনারা কী জানেন এই চালের গুঁড়ি (Rice Flour) দুর্দান্ত এক্সফোলিয়েটরের করে। এর দ্বারা ত্বকের উপর থেকে সমস্ত ধুলো, বালি, মরা চামড়া দূর হয়ে যাবে। তবে একটি উপায়ে সঠিক ভাবে ব্যবহার করলেই মিলবে এর সুফল। জেনে নিন কিভাবে করবেন ত্বক পরিচর্চা।

চালের গুঁড়ির সঙ্গে কয়েক ফোটা গোলাপ জল মিশিয়ে একটি প্যাক বানিয়ে নিন। এবার সেই প্যাক ত্বকে লাগিয়ে হালকা হাতে ঘষে নিন। এটি খুব ভালো স্ক্রাবার হিসেবে কাজ করে। অন্যদিকে, ত্বক যদি রুক্ষ, শুষ্ক হয়ে যায় তবে চালের গুঁড়ির সঙ্গে অ্যালোভেরা জেল, এক চিমটে হলুদ ও ভিটামিন ই অয়েল মিশিয়ে ত্বকের উপর লাগিয়ে কিছুক্ষন রেখে ধুয়ে নিন।

এর দ্বারা ত্বকের আর্দ্রতাও যেমন বজায় থাকবে তেমনি ত্বকের হারানো উজ্জ্বলতা ফিরে আসবে। আবার অয়েলি স্কিনের সমস্যা থেকে রেহাই পেতে এই চালের গুঁড়ির সাথে অল্প গ্রিন টি বানিয়ে সেটি ও দু-এক ফোটা লেবুর রস মিশিয়ে ত্বকের উপর লাগান। এতে একদিকে যেমন ত্বক থেকে তৈলাক্ত ভাব দূর হবে তেমনি ব্যাকটেরিয়ার হাত থেকে ত্বককে রক্ষা করে এই প্যাক।

rice flour

স্কিন ট্যান দূর করতেও চালের গুঁড়ির জুড়ি মেলা ভার। অল্প চালের গুঁড়ির সঙ্গে কাঁচা দুধ, মধু একসঙ্গে মিশিয়ে নিন ফেসপ্যাক বানিয়ে নিন। কিছুক্ষন ত্বকে লাগিয়ে ভাল করে ঘষে ধুয়ে নিন। এতে খুব সহজেই ফিরবে ত্বকের হারানো উজ্জ্বলতা।

Sharmi Dhar
Sharmi Dhar

শর্মি ধর, বাংলা হান্ট এর রাজনৈতিক কনটেন্ট রাইটার। উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৩ বছর ধরে সাংবাদিকতা পেশার সঙ্গে যুক্ত ।

সম্পর্কিত খবর