রাহুল ছিটকে যেতেই বাড়ল ভারতের চিন্তা, দেখুন নিউজিল্যান্ডের বিরুদ্ধে প্রথম টেস্টের সম্ভাব্য একাদশ

বাংলা হান্ট ডেস্কঃ চোটের জন্য ভারতীয় দল থেকে ছিটকে গিয়েছেন কে এল রাহুল। ফলে টেস্ট সিরিজ শুরুর আগে থেকেই চাপে অজিঙ্কা রাহানের ভারত। আগে থেকেই জানা ছিল যে বিশ্রামের কারণে এই সিরিজে থাকছেন রোহিত শর্মা, রিশভ পন্থ, যশপ্রীত বুমরার মতো তারকা ক্রিকেটার-রা। ফলে কেমন হতে পারে কানপুরে ২৫ তারিখ থেকে শুরু হতে চলা প্রথম টেস্টের ভারতীয় একাদশ সেই নিয়ে চিন্তায় ক্রিকেটপ্রেমীরা।

ওপেনিং জুটি:
নিউজিল্যান্ডের বিরুদ্ধে ভারতের নিয়মিত দুই ওপেনার থাকছেন না। ফলে সুযোগ পাবেন তরুণরা। খুব সম্ভবত ময়ঙ্ক আগরওয়াল এবং শুভমান গিল ভারতীয় দলের হয়ে ওপেন করতে মাঠে নামবেন। তবে এটাই তাদের প্রথমবার ভারতের হয়ে ওপেন করতে নামা নয়, ফলে খুব বেশি চাপ যে তাদের ওপর থাকবে এমন নয়, বরং নিজেদের প্রমাণ করতে মরিয়া থাকবেন দুজনেই।

মিডল অর্ডার:
তিন নম্বরে থাকছেন বর্তমান ভারতীয় দলের মিস্টার ডিপেন্ডবল চেতেশ্বর পূজারা। বিগত এক বছরে কিছু ভালো ইনিংস খেললেও দীর্ঘদিন ধরে কোনও বড় মাপের ইনিংস খেলেননি তিনি। চার নম্বরে বিরাট কোহলির জায়গায় খেলবেন শ্রেয়স আইয়ার। তার ওপরও দায়িত্ব থাকবে নিজেকে প্রমাণ করার। বহুদিন পর লাল বলের ক্রিকেট খেলবেন তিনি। ফলে তার কাজটা বেশ খানিকটা কঠিনই হবে। দীর্ঘদিন ধরে অফফর্মে থাকা অজিঙ্কা রাহানে এবং বহুদিন ধরে ভারতীয় দলের প্রথম একাদশের বাইরে থাকা রাহানের জন্যেও লড়াইটা সোজা নয় একেবারেই।

Cheteshwar Pujara 5842

বোলিং ডিপার্টমেন্ট:
তিন স্পিনারে দল নামালে প্রথম একাদশে সুযোগ পাকা অশ্বিন, অক্ষর এবং জাদেজা তিনজনেরই। তাদের বোলিং নিয়ে শব্দখরচের প্রয়োজন নেই। তার সাথে সাথে তিনজনেরই ব্যাটের হাত ভালো। ফলে গভীরতা বাড়বে ভারতীয় ব্যাটিংয়ের। শেষ দুজন সদস্য হিসেবে জায়গা পাবেন দুই পেসার ইশান্ত শর্মা এবং মহম্মদ সিরাজ। অবশ্য উমেশ যাদব-কেও সুযোগ দেওয়া হতে পারে ভারতীয় দলের প্রথম একাদশে।

ashwin 647 010717050528

ফলে ভারতের প্রথম একাদশের চেহারা দাঁড়াতে পারে কিছুটা এরকম:
শুভমান গিল
ময়ঙ্ক আগরওয়াল
চেতেশ্বর পূজারা
শ্রেয়স আইয়ার
অজিঙ্কা রাহানে (অধিনায়ক)
ঋদ্ধিমান সাহা (উইকেটরক্ষক)
রবীন্দ্র জাদেজা
রবি অশ্বিন
অক্ষর প্যাটেল
ইশান্ত শর্মা/উমেশ যাদব
মহম্মদ সিরাজ।

Avatar
Reetabrata Deb

সম্পর্কিত খবর