ফের রাস্তা অবরোধ হাওড়ায়

রাজীব মুখার্জী, হাওড়া ঃঃ অস্থায়ী সাফাই কর্মীদের পরে আবার হাওড়া পুরসভায় বিক্ষোভ অস্থায়ী স্বাস্থ্য কর্মীদের। আজ বেলা ২:৩০ নাগাদ পুরসভার মেন গেটের সামনের রাস্তায় তারা বসে পড়ে রাস্তা অবরোধ করে। কাজের স্থায়িত্বকরন , অনিয়মিত বেতন ও বেতন বৃদ্ধির দাবিতে তাদের আজকের এই বিক্ষোভ।

তাদের অভিযোগ কাজ শুরুর দিন থেকে তাদের বেতন নিয়মিত তারা পান না। ৮ মাস ধরে তারা বেতন পাচ্ছেন না। দৈনিক২৩০ টাকা বেতনে তারা কাজ করছেন। পুরসভার কর্তৃপক্ষকে সেই দৈনিক বেতন বাড়ানোর কথা বলে কোনো কাজ হয় নি।

আজ তাই বাধ্য হয়ে অস্থায়ী স্বাস্থ্য কর্মীরা হাওড়া পুরসভার সামনে এম জি রোডে বসে পড়ে রাস্তা অবরোধ করে। এমজি রোডের গাড়িগুলোকে হাওড়া পুলিশ অন্যদিকে ঘুরিয়ে দেয়।

IMG 20190719 WA0242এলাকায় তীব্র যানজট সৃষ্টি হয়।

Avatar
Udayan Biswas

সম্পর্কিত খবর