হাওড়া-শিয়ালদহর একাধিক ট্রেনের টাইম বদলে ফেলল রেল! বিপদে পড়ার আগে দেখুন সময়সূচী

বাংলা হান্ট ডেস্ক : আবারও ফের ভোগান্তিতে পড়লো ট্রেনের (Train) নিত্যযাত্রীরা (Daily Passenger)। ঘন কুয়াশার কারণে ট্রেন চলাচলে সমস্যার সৃষ্টি হয়েছে। অধিকাংশই ট্রেনেরই সময় বদলে দেওয়া হয়েছে। জানেন কোন কোন ট্রেনগুলির সময় বদলানো হয়েছে। আপনিও কি ট্রেনে প্রতিদিন যাতায়াত করেন? তাহলে, এই প্রতিবেদনটি শুধু মাত্র আপনার জন্য।

শীতকালে ঘন কুয়াশার জেরে হাওড়া স্টেশনের (Howrah Station) একাধিক ট্রেনের সময় বদলানো হয়েছে। শুধু হাওড়া নয় শিয়ালদহ (Sealdah) সহ রাজ্যের বিভিন্ন স্টেশনগুলোতে অধিকাংশ দূরপাল্লার ট্রেনের (Long Distance Train) সময়সূচী বদলানো হয়েছে। কারণ কুয়াশার (Fog) কারণে যেন কোনও রকম অঘটন না ঘটে। এবং যাত্রীদের সুস্থভাবে তাদের গন্তব্যে পৌঁছে দেওয়া যায়।

চলুন দেখে নেওয়া যাক কোন কোন ট্রেনগুলির সময় বদলানো হয়েছে

  • সকাল ৮টায় ছাড়ার কথা ছিল হাওড়া নিউ দিল্লী পূর্ব এক্সপ্রেস ১২৩০৩ (Howrah New Delhi East Express)। তার বদলে ট্রেনটি ছাড়বে ১৬ তারিখ রাত ১২:৩০ টা নাগাদ।
  • আজ সকাল ৮:৩৫-এ হাওড়া থেকে ছাড়ার কথা ছিল হাওড়া দিল্লি দুরন্ত এক্সপ্রেস ১২২৭৩ (Howrah Delhi Durant Express)। সেটির সময় বদলে ১৬ তারিখ রাত ১:৪৫-এ ট্রেনটি হাওড়া থেকে ছাড়বে।
  • হাওড়া কালকা নেতাজি এক্সপ্রেসেরও ১২৩১১ (Howrah Kalka Netaji Express) সময় বদলানো হয়েছে। এই ট্রেনটি হওয়া থেকে ১৬ তারিখ রাত ৩টের সময় ছাড়বে।
  • ১৬ তারিখে হাওড়া বিকানের এক্সপ্রেস ২২৩০৭ (Howrah Bikaner Express) হাওড়া থেকে রওনা দেবে রাত ১:৩০টার সময়।
  • হাওড়া কাঠগোদাম এক্সপ্রেস ১৩০১৯ (Howrah Kathgodam Express) হাওড়া ১৬ তারিখে ছাড়বে রাত ১:১৫ মিনিটে।
  • এছাড়া, শিয়ালদাহ অজমেঢ় এক্সপ্রেস ১২৯৮৭ (Sealdah Ajmer Express) শিয়ালদাহ থেকে ছাড়ে। এর সময় বদলে ১৬ তারিখ রাত ১টা করা হয়েছে।
  • তাছাড়া রয়েছে হাওড়া গান্ধিধাম এক্সপ্রেসও ১২৯৩৮ (Howrah Gandhidam Express)। এটি হাওড়া থেকে রওনা দেবে ১৬ তারিখ ভোর ৪টা নাগাদ।
  • সব শেষে রয়েছে, মালদহ টাউন- দিল্লি ফারাক্কা এক্সপ্রেস ১৩৪১৩ (Maldah Town-Delhi Farakka Express) মালদহ থেকে ছাড়বে আজ (১৫.০১.২৪) রাত ১১:২০ মিনিটে।
  • h s t

সময় বদলের কারণে অনেকেই হয়তো সমস্যায় পড়বেন। কিন্তু শীতের ভোরে কুয়াশা সকাল অবধি থাকার কারণে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। যাতে ট্রেন চলাচলে কোনও রকম বিপত্তি না ঘটে।

সম্পর্কিত খবর