ফের ‘লাখ লাখ’ টাকা উদ্ধার কলকাতায়, তদন্তে নেমে চক্ষু চড়কগাছ গোয়েন্দাদের

বাংলাহান্ট ডেস্ক : ফের কলকাতায় (Kolkata) টাকার পাহাড়ের সন্ধান। কলকাতা পুলিশ (Kolkata Police) গতকাল সন্ধ্যায় ৫০০ ও ১০০ টাকার বহু বান্ডিলসহ গ্রেফতার করেছে তিনজনকে। দুটি ব্যাগ মিলিয়ে ধৃতদের (Arrested) কাছ থেকে উদ্ধার হয়েছে মোট ৪৩ লক্ষ ৫০০ টাকা। ওই টাকা কোথায় নিয়ে যাওয়া হচ্ছিল সেই বিষয়ে জানতে পুলিশ তদন্ত শুরু করেছে। তদন্তকারীরা জানিয়েছেন, গোপন সূত্র মারফত খবর পেয়ে কলকাতা পুলিশের একটি দল গতকাল হানা দেয় স্ট্রান্ড রোডে। সেখান থেকেই উদ্ধার করা হয় এই বিপুল পরিমাণ অর্থ (Huge amount)।

লাল বাজারের গুন্ডা দমন শাখার পুলিশ সন্দেহজনকভাবে ঘুরতে থাকা তিন ব্যক্তিকে চিহ্নিত করে তাদের কাছ থেকে লক্ষ লক্ষ টাকা বাজেয়াপ্ত করে। সূত্রের খবর, লালবাজারের গুন্ডা দমন শাখা সোমবার বিকেল গোপন সূত্রে খবর পায় স্ট্রান্ড রোডে তিনজনের কাছে রয়েছে লক্ষ লক্ষ টাকা। এরপর ওই এলাকায় অভিযান চালিয়ে তিন সন্দেহভাজনকে পুলিশ আটক করে।

এরপর থানায় নিয়ে গিয়ে দেখা যায় তাদের কাছে থাকা ব্যাগে রয়েছে ৪৩ লক্ষ ৫০০ টাকা। এতগুলো টাকা কিভাবে তাদের কাছে এলো সেই ব্যাপারে পুলিশ এখনও কিছু জানতে পারেনি। পুলিশ তাদের জিজ্ঞাসাবাদ শুরু করেছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে পুলিশ জানতে পেরেছে যে ধৃতদের নাম বিমল ওঝা, আমন তিওয়ারি ও বিমল কুমার দিবানি। পুলিশ তদন্ত করে দেখছে এই ঘটনার সাথে আরও কেউ যুক্ত রয়েছে কিনা।

money recovered

পুলিশ সূত্রে জানা গিয়েছে, বেশ কিছুদিন ধরে পুলিশের কাছে খবর আসছিল যে বিপুল পরিমাণ টাকা হাওয়ালা মারফত প্রবেশ করছে শহরে। গত ২ জানুয়ারি STF ও গোয়েন্দা বিভাগের যৌথ অভিযানে কলকাতার বড়বাজার এলাকা থেকে উদ্ধার করা হয় ৫৬ লক্ষ টাকা। এই ঘটনায় পুলিশ গ্রেফতার করেছিল ৯ জনকে। ধৃতদের সাথে হাওয়ালার যোগ আছে এই সম্ভাবনাও পুলিশ জানিয়েছিল।

Avatar
Soumita

আমি সৌমিতা। বিগত ৩ বছর ধরে কর্মরত ডিজিটাল সংবাদমাধ্যমে। রাজনীতি থেকে শুরু করে ভ্রমণ, ভাইরাল তথ্য থেকে শুরু করে বিনোদন, পাঠকের কাছে নির্ভুল খবর পৌঁছে দেওয়াই আমার একমাত্র লক্ষ্য।

সম্পর্কিত খবর