‘ইসলাম ত্যাগ করতে চাই, যোগিজি আমাকে সাহায্য করুন”, উত্তরপ্রদেশের মুসলিম মহিলার ভিডিও ভাইরাল

বাংলা হান্ট ডেস্ক : সোশ্যাল মিডিয়ায় (Social Media) মারাত্মক ক্রমশ ভাইরাল হয়েছে একটি ভিডিও (Viral Video)। এই ভিডিওতে একজন নারী ইসলাম ত্যাগের কথা বলছেন। তিনি উত্তর প্রদেশের (Uttar Pradesh) মুখ্যমন্ত্রী যোগি আদিত্যনাথের (Yogi Aditya Nath) কাছে সাহায্যের আবেদন করছেন। জানা যাচ্ছে, ভিডিওটি ইউপির রামপুর আদালতের বাইরের। এইভাবে ভিডিওতে কয়েকজন পুলিসকেও এই মহিলাকে গাড়িতে বসাতে দেখা যাচ্ছে।

ভিডিওতে মেয়েটিকে বলতে শোনা যায়, “যোগি আদিত্যনাথ জি, আমি এমন বোরখা চাই না যা আমাকে নগ্ন করে। আমি মুসলিমকে ঘৃণা করি। আমি মুসলিমকে ঘৃণা করি। যোগি আদিত্যনাথ স্যার, দয়া করে আমাকে সাহায্য করুন, আমি মুসলিম ধর্ম ত্যাগ করতে চাই। আমি মুসলিম ধর্মকে ঘৃণা করি। এই সময়ই, মহিলাকে তার আত্মীয়দের বিরুদ্ধে তাকে ছিনতাই ও নির্যাতনের অভিযোগও শোনা যায়। এর পাশাপাশি তাকে হত্যার আশঙ্কাও প্রকাশ করেন ওই যুবতি।

রামপুর পুলিস একটি টুইটে জানিয়েছে যে এই ভিডিওটি ২১ জুলাই ২০২৩-এর। ঘটনাটি রামপুর কোর্ট কমপ্লেক্সের। পুলিস জানায়, ওই যুবতির সঙ্গে এক মহিলা আইনজীবীর ঝগড়া হয়। এ কারণে ক্ষিপ্ত হয়ে ওই মহিলা তার কাপড় খুলে ফেলেন। খবর পেয়ে পুলিস ঘটনাস্থলে পৌঁছয়।

দুই বছরের পুরনো মামলার শুনানির জন্য গত ২১ জুলাই আদালতে এসেছিলেন ওই মহিলা। এরপর সন্ধ্যায় এসপি অফিসের বাইরে তোলপাড় শুরু করেন। ওই নারীর অভিযোগ, মামলা প্রত্যাহারের জন্য তার স্বজনরা তাকে চাপ দিচ্ছেন।

রামপুরের সিভিল লাইন কোতোয়ালি আধিকারিক শরৎ পাওয়ার জানাব তিনি একটি মামলার শুনানির জন্য আদালতে এসেছিলেন ওই মহিলা। যেখানে আইনজীবীর স্ত্রীর সঙ্গে তার বাকবিতণ্ডা হয়। হট্টগোল সৃষ্টির পর তাকে থানায় নিয়ে আসা হয়। কিন্তু তার বিরুদ্ধে কেউ অভিযোগ না করায় তাকে পরে ছেড়েও দেওয়া হয়।

Avatar
Sudipto

সম্পর্কিত খবর