‘আমি চাই তোর ফাঁসি হোক’, ছেলে ভুয়ো সিবিআই আধিকারিক, জানার পরই একথা বললেন শুভদীপের মা

বাংলাহান্ট ডেস্কঃ রাজ্যের ভুয়ো ভ্যাকসিন কান্ডের পর এবার ধরা পড়ল ভুয়ো সিবিআই (CBI) আধিকারিক। নীলবাতি লাগানো গাড়ি চড়ে কখনও সেনা অফিসার, তো তখন IRS আধিকারিক, তো আবার কখনও সিবিআই আধিকারিক হিসেবে নিজের পরিচয় দিতেন হাওড়ার জগাছার বাসিন্দা শুভদীপ বন্দ্যোপাধ্য়ায়।

জগাছা থানার পুলিশ ও হাওড়া সিটি পুলিশের গোয়েন্দাদের একটি বিশেষ দল রাতেই দিল্লী পৌঁছে যায়। মোবাইল ফোনের টাওয়ার লোকেশন ট্র্যাক করে দিল্লীর পাঁচতারা হোটেল থেকে গ্রেফতার করা হয় শুভদীপ বন্দ্যোপাধ্য়ায়কে।

vcvcvc

নিজেকে CBI-র স্পেশাল ক্রাইম ব্রাঞ্চের অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর হিসাবে পরিচয় দিয়ে ঠিক দেবাঞ্জনের মত করেই বহু মানুষকেই চাকরী দেওয়ার টোপ দিয়ে টাকা আত্মসাৎ করেছিল শুভদীপ। তবে তদন্তে জানা গিয়েছে, কলকাতায় CBI-র স্পেশাল ক্রাইম ব্রাঞ্চে অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টরের কোনও পদই নেই। এমনকি সল্টলেকের সিজিও কমপ্লেক্সের বিভিন্ন নথিতে সই করে সিলও দিয়েছে শুভদীপ, যা দেখে তাজ্জব হয়ে গেছেন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আধিকারিকরা।

ছেলের এই কুকীর্তি শোনার পর ছেলের জন্য ফাঁসির সাজা চাইলেন শুভদীপ বন্দ্যোপাধ্য়ায়ের মা শুভ্রা বন্দ্যোপাধ্যায়। ছেলের ফোন আসায় ফোনের এপ্রান্ত থেকেই ছেলের ফাঁসি কামনা করলেন শুভদীপের মা। সাংবাদিকদের সামনেই ছেলেকে ফোনে বললেন, ‘স্যারেন্ডার কর তুই। কেরিয়ার বরবাদ, আমি চাই তোর ফাঁসি হোক। এই কাজ করার আগে ভয় হয়নি তোর। আমরা বারবার তোকে সৎ ভাবে বাঁচতে শিখিয়েছি। আর তুই এমন কাজ করলি, আমরা মুখ দেখাতে পারব না। বেঁচে থাকার অধিকার নেই তো। ফাঁসি হোক’।

Avatar
Smita Hari

সম্পর্কিত খবর