হৃদয়ে থেকে যাবে মোহনবাগান, ১৯১১ IFA শিল্ড জয়ের ১১১ বছর পূর্তিতে মাঠে নেমে মন্তব্য বাবুল সুপ্রিয়র

বাংলা হান্ট নিউজ ডেস্ক: আজ ২৯ শে জুলাই, আজকের দিনটি মোহনবাগান তথা ভারতীয় ফুটবল সমর্থক এর কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। আজ থেকে ১১১ বছর আগে ইংরেজ টিম ইস্ট ইয়র্কশায়ারকে পরাস্ত করে আইএফএ শিল্ড জয় করেছিল মোহনবাগান। অনেকে বলে থাকেন খেলার মাঠে এই জয় শুধুমাত্র একটি ইংরেজ টিমকে হারিয়ে একটি ভারতীয় দলের সাফল্য নয় বরং দেশের স্বাধীনতা আন্দোলনের সমান গুরুত্বপূর্ণ ছিল এই জয়। বেশ কিছু বছর আগে থেকে প্রয়াত মোহনবাগান সচিব অঞ্জন মিত্র পরিকল্পনামাফিক এই দিনটি বিশেষভাবে পালন করা হয়ে থাকে।

২০২২ এবং ২০২১ সালে করোনা ভাইরাসের অতিমারির সংক্রমনের আশংকার কারণেই এই দিনটি খুব বিশেষভাবে পালন করা সম্ভব হয়নি। তবে চলতি বছরের দিনটি ধুমধাম করে উদযাপন করার আয়োজন করা হয়। এই বছরে এই বিশেষ দিবসটি উপলক্ষে শুক্রবার দুপুর বেলা একটি প্রীতি ম্যাচ আয়োজন করা হয়েছিল। এই দিনের বিশেষ ইতিহাস, জাতি, ধর্ম নির্বিশেষে সমস্ত ভারতীয়র এক ছাতার তলায় এসে মোহনবাগানের হয়ে গলা ফাটানোর কান্ডারি সেই স্বপ্নের ম্যাচের নায়ক স্বরূপ ২ গোলদাতা শিবদাস ভাদুড়ি এবং অভিলাষ ঘোষের নামেই প্রীতি ম্যাচের দল দুটির নামকরণ করা হয়।

এই ম্যাচের অংশ হওয়ার জন্য আমন্ত্রণ জানানো হয়েছিল অনেক খ্যাতনামা ব্যক্তিকে। তাদের মধ্যে একজন হলেন তৃণমূল নেতা বাবুল সুপ্রিয়। বাবুল সুপ্রিয় এই ম্যাচে খেলতে নেমেছিলেন। তিনি যে দলের হয়ে মাঠে নেমেছিলেন সেই দল অবশ্য হেরে যায়।

যদিও ম্যাচ হেরে খুব একটা হতাশ নন বাবুল। রাজনীতির পাশাপাশি তিনি যে একজন মোহনবাগানপ্রেমী এবং ক্লাবকে খুব ভালোবাসেন তা বোঝাতে আজকে উপস্থিত হয়েছিলেন। এক শেষে বাবুল বলেন আজ একটা খুবই গুরুত্বপূর্ণ দিন। ১৯১১ সালে আজকের দিনে আমরা ইস্ট ইয়র্কশায়ারকে হারিয়েছিলাম। ফাইনালে শিবদাস ভাদুড়ি এবং অভিলাষ ঘোষ গোল করেছিলেন। আজ সেই শিবদাস ভাদুড়ি একাদশী জিতে গেল। আমরা হারলেও যারা আজ মাঠে নেমেছেন তারা প্রত্যেকেই এক একজন উইনার।

Avatar
Reetabrata Deb

সম্পর্কিত খবর