উত্তর প্রদেশ জুড়ে চালাব জাতীয়তাবাদী প্রচার, বৃন্দাবনের দর্শনে গিয়ে ঘোষণা কঙ্গনা রানাওয়াতের

বাংলা হান্ট ডেস্কঃ উত্তরপ্রদেশে গিয়ে বৃন্দাবনের (vrindavan) শ্রী বাঁকে বিহারী মন্দিরে উপস্থিত হন বলি অভিনেত্রী কঙ্গনা রানাউত (Kangana Ranaut)। সেখানে উপস্থিত হয়ে বিপুল ভক্তদের উদ্দেশ্যে তিনি রাধে রাধে বলে অভিবাদনও জানান। নিরাপত্তারক্ষীদের পক্ষে অভিনেত্রীকে দেখার ভিড় সামলানো অসম্ভব হয়ে পড়েছিল। সেখানে গিয়ে এই বলি অভিনেত্রীকে বিহারী জির দর্শন করতে দেখা গিয়েছিল এবং ভগবান শ্রী কৃষ্ণের ভক্তিতে মগ্ন থাকতে দেখা গিয়েছিল।

সামনেই রয়েছে উত্তর প্রদেশ বিধানসভা নির্বাচন ২০২২। আর এই নির্বাচনের পূর্বে বৃন্দাবনে কঙ্গনা রানাউতের উপস্থিতি নিঃসন্দেহে যে কোন বড় ইঙ্গিত দিচ্ছে না, তা আর বলার অপেক্ষা রাখে না। সেখানে সাংবাদিকদের করা প্রশ্নের উত্তরে কঙ্গনা রানাউত জানান, জাতীয়তাবাদী মতাদর্শকে আরও এগিয়ে নিতে জাতীয়তাবাদী দলের হয়ে নির্বাচনে প্রচার করব।

kangana rana1

কঙ্গনা রানাউত আরও বলেন, শ্রী কৃষ্ণের একজন মহান ভক্ত তিনি। বিহারী জির দর্শন পেয়ে খুবই ধন্য হয়েছেন বলেও জানিয়েছেন বলি অভিনেত্রী। সেখানে গিয়ে মাখন প্রসাদ পেয়ে শ্রী কৃষ্ণের ভক্তিতে পুরোপুরি বিলীন হয়ে গিয়েছিলেন কঙ্গনা রানাউত।

তাঁর গাড়ি আটকানোর প্রসঙ্গে তিনি বলেন, ‘সেখানে কিছু মানুষ আমার গাড়ি আটকালেও, বেশ কিছু মানুষ তাঁদেরকে গাড়ি ছেড়ে দেওয়ার অনুরোধ করছিলেন। বলছিলেন, কেন শুধু শুধু ওনাদের বিরক্ত করছ, যেতে দেও’। কৃষকদের প্রতি তাঁর শ্রদ্ধার কথাও বলেন কঙ্গনা।

Avatar
Smita Hari

সম্পর্কিত খবর