ভারত-পাক ম্যাচ সহ বদলে গেল আসন্ন ODI বিশ্বকাপের সূচি! নতুন তালিকায় রয়েছে একাধিক চমক

বাংলা হান্ট নিউজ ডেস্কঃ আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (ICC) বুধবার, ৯ ই আগস্ট, বুধবার, আইসিসি আসন্ন ওডিআই বিশ্বকাপের (2023 ODI World Cup) পরিবর্তিত সূচি ঘোষণা করেছে৷ আহমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে ১৫ই অক্টোবর অনুষ্ঠিত হওয়ার কথা ছিল হাইভোল্টেজ ভারত বনাম পাকিস্তানের (India vs Pakistan) ম্যাচটি। কিন্তু নতুন সূচি অনুযায়ী খেলাটির দিন পরিবর্তন করা হয়েছে৷ এখন সেটি একদিন আগে ওই একই ভেন্যুতে ১৪ ই অক্টোবর, শনিবার অনুষ্ঠিত হবে।

india vs pakistan batter

   

ফলস্বরূপ ইংল্যান্ড ও আফগানিস্তানের মধ্যে ম্যাচটি, যা আগে ১৪ ই অক্টোবর দিল্লিতে অনুষ্ঠিত হওয়ার কথা ছিল তা ১৫ ই অক্টোবরে স্থানান্তরিত করা হয়েছে। এর পাশাপাশি হায়দরাবাদে শ্রীলঙ্কার বিরুদ্ধে পাকিস্তানের ম্যাচটি ১২ ই অক্টোবর বৃহস্পতিবার থেকে এগিয়ে মঙ্গলবার, ১০ ই অক্টোবরে পর্যন্ত অগ্রিম করা হয়েছে।

এই সূচি বদলের প্রভাব পড়েছে ইডেনেও। ১২ ই নভেম্বর অর্থাৎ কালীপুজোর দিন কলকাতায় আয়োজিত হওয়ার কথা ছিল পাকিস্তান বনাম ইংল্যান্ড ম্যাচটি। কিন্তু কলকাতা পুলিশ সিএবিকে সরাসরি জানিয়ে দিয়েছিল সেই দিন নিরাপত্তা নিশ্চিত করা সম্ভব নয় তাদের পক্ষে। বিসিসিআই কে সেই কথা জানানোর পর আইসিসি এই সূচি পরিবর্তনের সময় ম্যাচটিকে একদিন এগিয়ে ১১ই নভেম্বরে নিয়ে এসেছে।

ঠিক একই কারণে বিশ্বকাপের সবচেয়ে বড় লিগপর্বের ম্যাচ, ভারত বনাম পাকিস্তানের নিরাপত্তা নিয়ে উদ্বেগ ছিল। কারণ ম্যাচের আগের তারিখটি নবরাত্রি উৎসবের শুরুর সাথে মিলে যাচ্ছিল। ঐদিন ম্যাচ আয়োজিত হলে আহমেদাবাদ জুড়ে নিরাপত্তা ব্যবস্থা নিয়ে সংকটে পড়তে হতো সেই রাজ্যের পুলিশকে। কিন্তু ম্যাচটি একদিন এগিয়ে যাও এখন সেই সমস্যা থেকে মুক্তি পাচ্ছে তারা

এছাড়া নেদারল্যান্ডসের বিরুদ্ধে ভারতের শেষ লিগের খেলাটিও ১১ থেকে ১২ ই নভেম্বরে পিছিয়ে দেওয়া হয়েছে। এই ম্যাচটি বেঙ্গালুরুর এম চিন্নাস্বামী স্টেডিয়ামে আয়োজিত হবে। লখনউতে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে অস্ট্রেলিয়ার খেলাটিও একদিন আগে বৃহস্পতিবার অর্থাৎ ১৩ ই অক্টোবর, শুক্রবারের পরিবর্তে ১২ ই অক্টোবর, বৃহস্পতিবার অনুষ্ঠিত হবে। অর্থাৎ মোট ৯টি ম্যাচের সময় পরিবর্তন করা হয়েছে এবং আশা করা হচ্ছে এবার খুব শীঘ্রই টিকিট নিয়েও আপডেট প্রকাশ্যে চলে আসবে বিসিসিআই-এর তরফ থেকে।

 

Avatar
Reetabrata Deb

সম্পর্কিত খবর